এই সপ্তাহেই শুরু হচ্ছে ‘রোশনাই’। তার আগেই বড় চমক দিল স্টার জলসা। জল্পনা সত্যি করে প্রকাশ্যে প্রতীক সেনের কামব্যাক মেগার প্রথম প্রোমো। ‘একা দোক্কা’র পর ফের জলসাতেই ফিরছেন ‘মহারাজ’ প্রতীক। তবে এবার তাঁর বিপরীতে সোনামণি সাহা নয়, বরং দেখা মিলবে সুন্দরী রত্নপ্রিয়ার। আরও পড়ুন-‘এটা আমার 🍷শিক্ষা…', সোহিনীর 🎃সঙ্গে শোভনের বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন স্বস্তিকা
হ্যাঁ, সুরিন্দর ফিল্মসের আসন্ন এই মেগায় প্রতীক সেনের নায়িকা রত্নপ্রিয়ার। স্টার জলসায় সোমবার থেকেই শুরু হয়েছে একই প্রযোজনা সংস্থার অপর মেগা ‘ভক্তির সাগর’, সেখানে গদাধরের মা চন্দ্রমণি দেবীর চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছিলেন রত্নপ্রꦆিয়া। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করে প্রতীকের নায়িকা হিসাবে চ্যানেল কাস্ট করে এই নবাগতাকে।
এটাই রত্নপ্রিয়ার প্রথম সিরিয়াল। আগে অবশ্য বেশ কিছু মিউজিক ভিডিয়ো ও শর্ট ফিল্মে দেখা মিলেছে তাঁর। প্রশিক্ষিত নৃত্যশিল্পী তিনি। উড়ানের প্রথম প্রোমোয় দেখা গেল ফুলের দোকান চালায় পূজারিণী। অন্যদিকে সকাল থেকেই মদের নেশায় চূড় থাকে মহারাজ। পূজারিণী দায়িত্বশীল, অন্যের দিকে সাহায্যের হাত 🦩বাড়িয়ে দেয়। অন্যদিকে মদ্যপ অবস্থায় পাড়ায় মস্তানি করাই তাঁর ধ্যান-জ্ঞান মহারাজের। যদিও শুরুতে এমনটা ছিল না সে, এক বৃদ্ধকে বলতে শোনা গেল- ‘এই তল্লাটের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলিস তুই, প্রার্থনা করি শুভবুদ্ধি হোক তোর’।
দুই ভিন্ন মেরুর এই মানুষের জীবন কীভাবে এক তারে বাঁধা পড়বে? কী এমন ঘটনা ঘটেছিল মহারাজের সঙ্গে যে এত ভালো ছাত্র হওয়া সত্ত্বেও এখন♎ মদের নেশায় ডুবে নিজের জীবন শেষ করতে বসেছে সে। পূজারিণীকে কি পারবে সেই অন্ধকার থেকে তাঁকে আলোর পথে ফের𝓡াতে? সেই উত্তরই মিলবে ‘উড়ান’-এ।
নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া এই প্রোমো ঘিরে। অনেকের দাবি, স্টার প্লাসের সিরিয়াল, ‘উড়নে কি আশা’র রিমেক এই মেগা। যদিও সেই সিরিয়ালটি আবার হিট তামিল মেগা সিরাগাদিক্কা আসাই (Siragadikka Aasai)-এর রিমেক। রত্নপ্রিয়া প্রথম প্রোমোতেই দর্শক মনে দাগ কাটতে সফল হয়েছেন। কোন স্লটে আসবে এই মেগা, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। প্রাইম টাইমেই আসবে এই সিরিয়াল। টেলিপাড়ায় কানাঘুষো শেষ হতে পারে ‘জল থই থই ভালোবাসা’, তাহলে কি রাত ৯টার স্লট ফের পাবেন প্রতীক সেন নাকি রাত ৮টার স্লটে ‘নিম ফুলের মধু’র প্রতিপক্ষ হিসাবে দেখা যাবে ‘উড়ান’? সেটাই এখন 🍌দেখবার। খুব সম্ভবত আইপিএল 𝓡শেষ হলে সম্প্রচার শুরু হবে উড়ান-এর।