জানুয়ারি মাসেই মা-বাবা হয়ไেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। তা তাঁদের সন্তানের কী না꧒ম রাখলেন জোনাস দম্পতি? এবার এই বিষয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কার মা ডা.মধু চোপড়া।
গত শনিবার নিজের কসমেটিক ক্লিনিকের ১৪ বছর বর্ষপূর্তি উদযাপন করলেন ডা.মধু চোপড়া। মুম্বইয়ে অনুষ্ঠিত সꦬেই অনুষ্ঠানেই সংবাধয়মের কাছে এই প্রসঙ্গে মুখ খুললেন তিনি। জানালেন, প্রথমবার দিদা হওয়ার অনুভূতি তাঁর কাছে এককথায় অসাধারণ। পাশাপাশি আরও বলেছেন, 'এখনও পর্যন্ত প্রিয়াঙ্কা ও নিকের সন্তানের নামকরণ করা হয়নি। পন্ডিতজি ভালো কোনও নাম বাছাই করুক, তারপর নামকরণ করা হবে।'
নিজেদের সন্তানের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন প্রিয়াঙ্কা। জানিয়েছিলেন সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন তাঁরা। এখনই এই নিয়ে এর চেয়ে বেশি আর কিছু বলতে চাননি তিনি এবং নিক। বরং সকলের কাছে অনুরোধও করেছেন, এ বি🤪ষয়ে গোপনীয়তা বজায় রাখতে।
যদিও তাঁরা যে মা-বাবা হতে চলেছেন, এমন আভাস নাকি আগে থেকেই ছিল। বিভিন্ন সাক্ষাৎকারে๊ প্রিয়াঙ্কার কথা থেকে অনেকেরই মনে হয়েছিল, এবার সন্তানে🌼র কথা ভাবছেন তাঁরা। তবে সেই সুখবর যে এত দ্রুত এসে যাবে, সে কথা ভাবেননি কেউ। প্রিয়াঙ্কা-নিকও ভাবেননি। আর সেই কারণেই নাকি হাতে প্রচুর কাজ জমে রয়েছে তাঁদের।এপ্রিল মাসে বাড়িতে নতুন অতিথি আসবে, এমন পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন তাঁরা। কিন্তু তার অনেক আগেই হয়ে গিয়েছে সন্তানের জন্ম।
প্রসঙ্গত, যে মহিলা প্রিয়াঙ্কার সন্তান ধারণ করেছেন, তাঁর শারীরিক অবস্থার কারণেই নাকি তড়িঘড়ি সন্তানের জন্মের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এর আগে পাঁচ বার সারোগেসির মাধ্যমে শিশুর🍌 জন্ম দিয়েছেন তিনি। তাঁকে দেখে প্রিয়াঙ্কা-নিকের খুব ভালো লাগে বলেই নাকি তাঁরা এই সিদ্ধান্💛ত নিয়েছিলেন।