আবারও নাকি নতুন করে প্রেমে পড়েছেন প্রিয়াঙ্কা সর♍কার! এবার নাকি সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েছেন নায়িকা? টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পামেলাই নাকি এবার প্রিয়াঙ্কার ভালোবাসার মানুষ। কি অবাক হচ্ছেন? ভাবছেন এই সব আবার কবে হল? নানা আদৌও এইসব কিছুই বাস্তব নয়। এবার বড় পর্দায় প্রিয়াঙ্কা ও পামেলাকে নিয়ে সমকামী প্রেমের গল্প বলবেন পরিচালক পায়েল চৌধুরী। প্রকাশ্যে এল ছবির চরিত্রদের ফার্স্ট লুক।
পায়েল চৌধুরী পরিচালিত ছবি ‘বৃষ্টির রাত্ꦯরি' একটি সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী গল্প। এখানে সমকামীর প্রেমের একটি দিকও রয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। এখানে তিনি ভীষণ কমপ্লেক্স একটি চরিত্রে ধ🐻রা দিতে চলেছেন। ‘বৃষ্টির রাত্রি' ছবিতে নায়িকার বিপরীতে থাকছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পামেলা। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রবাসী প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়।
আরও পড়ুন: ডিভোর্সের পর টিকল না প্রেম! ‘বিয়ে করলেই তো হল না…’, ঠিক কী💃 বলছেন মালাইকা আরোরা
ছবি প্রসঙ্গে পরিচালক পায়েল চৌধুরী বলেছেন, ‘শুধু সমপ্রেম নয়, আরও বিশদে বলতে গেলে ’বৃষ্টির রাত্রি' একটি সাইকোলজিক্যাল থ্রিলার। সমপ্রেমী সম্পর্ক এই ছবির একটা ভীষণ গুরুত্বপূর্ণ অনুঘটক। তবে কাহিনীর প্রয়োজনেই এই সম্পর্ক গল্পে আসে, আর পাঁচটা সম্পর্কের মতো করেই। প্রিয়াঙ্কা ও পামে𝔉লা দুজনকে ভেবেই ছবির চিত্রনাট্য লিখেছিলাম, প্রিয়াঙ্কা আমার খুব প♈্রিয় অভিনেত্রী, শ্যুট করার জন্য মুখিয়ে রয়েছি।'

ছবির গল্পের মধ্যে ‘ফিল্ম উইদিন ফিল্ম’ কনসেপ্ট নিয়ে কাজ করতে চলেছেন পরিচালক পায়েল চৌধুরী। তাঁর গল্পে ‘বৃষ্টি’ এক নামজাদা পরিচালক, নিজের মায়ের মৃত্যুর পর সে নতুন ছবির গল্প লেখার জন্য শহরের কোলাহল থেকে দূরে একটি ফার্ম হাউসে আসে। সেখানে তার পরিচয় হয় ‘নীলেশ’ ও তার স্ত্রী ‘ꦐরাত্রি’র সঙ্গে।। ‘নীলেশ’ এবং ‘রাত্রি’র মধ্যেকার বয়সের ব্যবধান তাদের সম্পর্কের অন্যতম অন্তরায়, সেটাও বুঝতে পারে বৃষ্টি। ক্রমেই রাত্রির প্রতি আকৃষ্ট হয়ে পরে সে। তবে এর মধ্যেই রাত্রির জীবনের গভীর কিছু সত্যি সামনে আসে। তারপর গল্প কোন দিকে মোড় নেয়? কি বা হয় এর পরিণতি? সেই গল্পই বলবে পায়েল চৌধুরীর ছবি ‘বৃষ্টির রাত্রি’।
আরও পড়ুন: বচ্চনদের যোগ্য বউ যে তিনি, ফের প্রমাণ ঐশ্বর্যর, অভিষেকের সঙ্গে বিচ্ছেদ কি হচ্ছ𓆏ে?
ছবির ক্যামেরার দায়িত্বে রয়েছেন তন্ময় আচার্য। এডিটের দায়িত্বে রয়েছেন অয়ন আচার্য, সঙ্গে সঙ্গীত পরিচালনা করছেন সৌম্য সরকার। প্লে ব্যাকে রয়েছেন প্রখ্যাত লোক সঙ্গীত শিল্পী পৌ💖ষালী বন্দোপাধ্যায়। খুব শিগগির শুরু হতে চলেছে ছবির শ্যুটিং।