১৫ অক্টোবর ছিল এবারের দুর্গাপুজোর কার্নিভাল। আর তাতে অংশ নিয়েছিল ꦍএকাধিক ক্লাব। এদিন যখন তেমনই কিছু ক্লাবের প্রতিমা রেড রোডের কার্নিভাল হয়ে বিসর্জনের পথে যাচ্ছিল তখনই সেই দুর্গা প্রতিমা এবং ক্লাবের সদস্যদের লক্ষ্য করে ওঠে চোর চোর স্লোগান। নিমেষে ভাইরাল হয় সেই ভিডিয়ো।
আরও পড়ুন: ঠাকুর দেখতে এসে লোকের বাড়ির বাগান, গেটের সামনে মলমূত্র 💃ত্যাগ দর্শনার্থীদের! কোথায় ঘটল এমন ঘটনা?
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাস্তায় অসংখ্য মানুষ। মাঝে দুইপাড়ে পুলিশরা হাতে হাত ধরে ব্যারিকেড করে আছেন। আর মাঝেখান দিয়ে বিভিন্ন ক্লাবের দুর্গা প্রতিমা নিয♒়ে গাড়ি𓆉গুলো এগোচ্ছে। আর সেগুলোকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। কেউ আবার বলেন 'ধিক ধিক ধিক্কার', ওঠে 'ছি ছি' রবও।
প্রসঙ্গত ১৫ অক্ট🌠োবর দুর্গাপুজোর কার্নিভালের বিপরীতে গিয়ে আরজি কর ঘটনার প্রতিবাদ, অধরা বিচারের জন্য দ্রোহ কার্নিভালের ডাক দেওয়া হয়েছিল। তাতে যোগ দিয়েছিলেন অসংখ্য মাဣনুষ। তাঁরা অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে, দ্রুত বিচারের দাবি এবং এমন অস্থির সময় রাজ্য সরকারের আয়োজিত এই কার্নিভালের বিরোধিতা করতেই অংশ নিয়েছিলেন। সেখান থেকেই প্রতিমার গাড়ি দেখেই চোর স্লোগান ওঠে। এবার সেই ভিডিয়ো ভাইরাল হতেই কটাক্ষ করেছেন নেটিজেনরা।
কে কী বলছেন?
এক ব্যক্তি এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, 'চোর চোর স্লোগান উঠেছে দুর্গা প্রতিমা এবং ক্লাবের সদস্যদের দেখে যাঁরা রেড রোডের কার্নিভাল থেকে বিসর্জনের পথে যাচ্ছিলেন। কতটা নির্লজ্জ হলে কেউ এমনটা করে। এভাবে আরজি কর আন্দোলনকে খাটো করা হচ্ছে না তো?' আরেকজন লেখেন, 'দুর্গাপুজো রিলেটেড নিয়মগুলো তো আর তৃণমূল নয়। এটা মানুষকে বুঝতে হবে। তৃণমূল নেতাদের দেখে চোর চোর স্লোগান দিন। মা দুর্গাকে কেন?' যদিও কেউ আবার এই ঘটনাকে সমর্থন করেছেন। এক ব্যক্তি লেখেন, 'বেশ করেছেন। মুখ্যমন্ত্রী রাজ্যের এই অবস্থায় যদি নির্লজ্জের মতো কার্নিভাল করতে পারে এটাও হতে পারে।' কেউ আবার লেখেন, 'ভাবুন এখনও তৃণমূল ক্ষমতায় আছে। যখন 🍬নির্বাচনে হারবে তখন তাদের নেতা মন্ত্রীদের কী হবে।'