বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন দেখতে দেখতে বছর দশক হয়েই 🦄গেল। একাধিক ছবিতে কাজ করে পরিচিত পেয়েছেন যথেষ্ট। নিজের এই কেরিয়ার এবং যা যা ছবিতে কাজ করার সুযোগ প𓄧েয়েছেন তাঁর জন্য এবার কৃতজ্ঞতা জানালেন অভিনেতা পুলকিত সম্রাট। কিন্তু তাঁর আক্ষেপ একটাই যে তিনি কখনও আলাদা আলাদা ধরনের চরিত্র করার সুযোগ পাননি। বা যে চরিত্রে অনেকগুলো স্তর আছে তেমন চরিত্র করার সুযোগ হয়নি তাঁর। অবশ্য এর জন্য তিনি নিজেই নিজেকে দোষ দিলেন। তাঁর মতে তাঁর গুড লুকস নাকি দায়ী এটার জন্য। তাঁর সুদর্শন চেহারার জন্যই নাকি তিনি পছন্দসই চরিত্রে কাজ করার সুযোগ পাননি।
অভিনেতার কথা অনুযায়ী, 'বিগত বেশ কয়েক বছর ধরে আমি অনুভব করছি যে আমার চেহারা আমার কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি যে ধরনের কাজ করতে🌃 চাই, যে ধরনের চরিত্র চাই সেটা এই কারণে পাচ্ছি না।'
তিনি💙 গোটা বিষয়টা আরও একটু বিশ্লেষণ করে বলেন, 'যখন কেউ একজন সুদর্শন হিরোর কথা ভাবেন, বাগানে দৌড়ে বেড়াচ্ছে, একট𝔍ি মেয়ের মন জিতে নিচ্ছে, তাঁর জন্য লড়াই করছে এসবের জন্য আমাকে বাছা হয়। কিন্তু একটু অন্য ধরনের লেয়ার্ড চরিত্র যা মানুষকে ভাবাবে এমন কিছুর অফার আমি পাই না। আমি এই ধরনের চরিত্র বা ছবির খুব ভক্ত।'
২০১২ সালে ‘বিট্টু বস’ ছবির মাধ্যমে ডেবিউ সারেন। তবে পরিচিতি পা🥀ন ‘ফুকরে’ ছবির জন্য।
আরও পড়ুন: জওয়ানের গেরোয় পিছল রিচার ফুকরে ৩, শাহরুখের 🐓ছবির জায়গায় ভিকি-সারার সিনেমা
তবে তিনি তাঁর আগামী ছবিগুলো নিয়ে আশাবাদী। জানালেন, 'মেড ইন হেভেন এবং ফুকরে ৩ ছবিগুলোতে আমার যে চরিত্র সেখানে দর্শকরা আমায় দুই ধরনের চরিত্রেই দেখতে পাবেন। এখানে আমার চরিত্রের বেশ অনেক কাজ আছে। আশা করছি এরপর থেকꦯে হয়তো আমি অন্য ধরনের কাজের অফার পাব। আমি চ্যালেঞ্জিং চরিত্র করার জন্য মুখিয়ে আছি। তেইশ ছবিতেও আমি বেশ অন্য রকমের চরিত্র করার সুযোগ পেয়েছিলাম। আমি চাই আরও সেই ধরনের চরিত্র করতে। আমি বিভিন্ন ধরনের কাজ দিয়ে নিজেকে এবং সকলকে চমকে দিতে চাই।'