কিছুদিন আগের ঘটনা, মহিলার ব্যক্তিগত ছবি ফাঁস করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অপরাধে গ্রেফতার করা হয়েছিল ‘পুষ্পা’ অভ✨িনেতা জগদীশকে। গত ৬ ডিসেম্বর গ্রেফতার হন জগদীশ। এধরনের অপরাধে তাঁর গ্রেফতারির ঘটনায় হতবাক হয়ে যান 'পুষ্পা' অনুরাগীরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জগদীশ তাঁর অপরাধের কথা স্বীকারও করে নিয়েছেন।
কী ঘটেছে?
জগদীশকে চলতি মাসের শুরুর দিকে হেফাজতে নিয়েছিল হায়দরাবাদের পুঞ্জগুট্টা পুলিশ। তাঁকে আদালতে পেশ করে চঞ্চলগুদܫা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কিন্তু কী ছিল তাঁর অপরাধ?
পুলিশ সূত্রে খবর, গত ২৯শে নভেম্বর আত্মহত্যা করেন এক জুনিয়র আর্টিস্ট, যিনি কিনা একজন মহিলা। মৃতার বাবা থানায় ‘পু💯ষ্পা’ অভিনেতার নামে অভিযোগ করেন। তার ভিত্তিতে পুলিশি তদন্তে জানা যায়, জগদীশ তাঁকে ব্ল্যাকমেইল করতেন, ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতেন। অভিযোগ, অন্য এক ব্যক্তির সঙ্গে ওই মহিলার ছবি তুলেছিলেন জগদীশ।
আরও পড়ুন-'তখন অল্প বয়স ছিল, পেꦯরেছি, এই বুড়ো বয়সে আর পারব না', হঠাৎ কেন বললেন Big B অমিতাౠভ
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, জিজ্ঞাসাবাদের সময় জগদীশ নিজের♑ অপরাধ স্বীকার করে নিয়েছেন। তিনি স্বীকার করেন, যে তিনি খারাপ উদ্দেশ্যে ছবিগুলি তুলেছিলেন। ওই ছবিগুলি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে হিলাকে ব্ল্যাꦗকমেইল করেছিলেন। জগদীশ আরও জানান, যে তিনি ওই মহিলাকে অন্য পুরুষের সঙ্গে দেখে ঈর্ষান্বিত হয়ে পড়েন। কারণ তিনি ওই মহিলাকে গত পাঁচ বছর ধরে চিনতেন। তবে 'পুষ্পা'র সাফল্যের পর তাঁরা আলাদা হয়ে যান। জগদীশের এই ব্ল্যাকমেইলিংয়ের কারণেই ওই মহিলা আত্মহত্যা করেন বলে দাবি।
জানা যাচ্ছে, গ্রেফতারির পর ১৪ দিনের হেফাজতে নিয়েছিল পুলিশ। আর তখনই জগদীশ নিজের অপরাধ স্বীকার করেন। প্রসঙ্গত, ২০১৮ সালে নিরুদ্যোগা নাটুলু ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখন✨ জগদীশ। ২০১৯-এ মল্লেশাম ও ২০২০ তে পলাসা ১৯৭৮-নামে একটা ছবিতে অভিনয় করেন জগদীশ। ২০২১-এ ' পুষ্পা দ্য রাইজ-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন। সেখানে তিনি অল্লু অর্জুনের বন্ধু কেশবের ভূমিকায় অভিনয় করেছিলেন।