সম্প্রতি আরজি কর কাণ্ড নিয়ে কথা বলে একটি ভিডিয়ো পোস্ট করেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে পরিপাটি করে কাজল পরে, আইব্রো এঁকে কথা বলতে দেখা যায়। এমনকি কাঁদতেও। আর🍃 সেই কারণেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় 𝔉বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়। এবার এই বিষয়ে কী জানালেন দিদি নম্বর ওয়ান?
আরও পড়ুন: 'রাত জেগে শঙ্খ থেকে জল খেয়ে...' আরজি কর কাণ্ড๊ে প্রতিবাদ জানাতে গিয়ে চরম𓆉 ট্রোল্ড ঋতুপর্ণা - রচনা
কী বললেন রচনা বন্দ্যোপাধ্যায়?
সোশ্যাল মিডিয়ায় আরজি কর নিয়ে ভিডিয়ো দিতেই মিমের বন্যা বয়ে গেছে। কেবল তাঁকে নিয়ে নয়, ঋতুপর্ণা সেনগুপ্তকেও কটাক্ষ করা হয়েছে ভুল ভঙ্গিমায় শঙ্খ বাজানোর জন্য। আর এরপরই এই বি🍬ষয়ে মুখ খুললেন দিদি নম্বর ওয়ান। জানালেন তিনি নাকি সবুজ শিবিরে যোগ দেওয়ার পরই ট্রোল্ড হচ্ছেন।
রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সংবাদমাধ্যমকে জানান, ' যবে থেকে আমার তৃণমূলে যাত্রা শুরু হয়েছে তবে থেকেই আমায় নিয়ে ট্রোল করা হচ্ছে। এতে আমার কিছু যায় আসে না। আমি যে ভিডিয়োটি বানিয়🌟েছিলাম সেটা মন থেকেই বানিয়েছিলাম। পোস্ট করেছিলাম। আমি একজন শিল্পী, আমার কান্নাকে ওরা নাটক ভাবল। চোখের জলকে গ্লিসারিন ভাবল। মানুষ কত ভাবেই না আরেকজন মানুষকে ট্রোল করে। অনেকে তো ঋতুপর্ণার শঙ্খ বাজানোকেও ট্রোল করেছে।'
তিনি এদিন আরও বলেন, 'পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটল। এমন পরিস্থিতিতে সেটা নিয꧃়ে একজন মানুষ আরেকজনকে কটাক্ষ করছে। যার সঙ্গে এমন ঘটেছে তার পরিবারের পাশে থাকা উচিত সবার। সেটা না করে আমার চোখে কাজল আছে কিনা সেটা নিয়ে কথা বলছে মানুষ। ওদের কাছে এত সময় আছে, আমার নেই। আমি এর বিচার চাই। দোষীদের ফাঁসি চাই। আমি হুগলির সাংসদ হিসেবে পথে নেমেছি। অনেক মানুষই হেঁটেছেন। এটা দরকার ছিল।'
আরও পড়ুন: স্টജার জলসা সত্যিই আসছে নতুন মেগা? 'জগদ্ধাত্রী' শেষ করে কীসের 'আহ্বান' জানাবেন 'জ্য🦋াস' অঙ্কিতা?
প্রসঙ্গত গত ৯ অগস্ট টানা ৩৬ ঘণ্টা কাজ করে ঘুমাতে গিয়ে ধর্ষিত হয়ে খুন হন আরজি কর হাসপাতালের এক মহিলা চিকিৎ𝔉সক। এরপরই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ, রাজ্য। ১৪ অগস্ট রাত দখল করে মেয়েরা। লাগাতার আন্দোলন চলছে।