রাজ চক্রবর্তী ‘নকল করেন, দক্ষিণী ছবি দেখে টোকেন।’ 🐟এমনই নানান অভিযোগ পরিচালকের বিরুদ্ধে বহুদিন ধরেই করে এসেছেন নিন্দুকেরা। নিজের কনটেন্ট তৈরি করেও এমন অভিযোগ থেকে ছাড়া পাননি পরিচালক। এমনকি সাম্প্রতিক মুক্তি পাওয়া রাজের প্রথম ওয়েব সিরিজ 'আবার প্রলয়'-এর ট্রেলার মুক্তির পরেও নিন্দুকের এমন কথা শুনতে হয়েছে পরিচালককে। এবার নিন্দুকেদের সেই সমালোচনার জবাব দিলেন রাজ।
সম্প্রতি টিভি নাইন বাংলাকে নিন্দুকের কটাক্ষ প্রসঙ্গে রাজ বলেন, ‘হ্যাঁ, একটা সময় তো আমি রিমেক করতাম, করেছি,♉ সেজন্যই বলেছেন। তাতে সমস্🌊যা কোথায়? যদিও এখন আর করি না। আগে বেশিরভাগ রিমেকই করেছি, তাতে যদি কেউ বলে থাকেন, তাহলে ভুল তো কিছু বলেননি। তাছাড়া আমি ক্রাইমও করিনি। পয়সা দিয়ে সত্ত্ব কিনে ছবি করেছি। কেউ ভালো বলবে, কেউ খারাপ, এটা তো কাজের অংশ। আমরা কেউ ভগবান নই, যে সবাই ভালো বলবে। এতে বিচলিত হওয়ার কিছু নেই।’
আরও পড়ুন-Exclusivꦰe Raj Chakraborty: রকি অউর রানি বাংলায় হলে চলত না, আমরা হিপোক্রিট: রাজ
আরও পড়ুন-কলকাতায় পরিচালক ই💧মꦏতিয়াজ আলি, রাস্তার দোকানেই খেলেন কচুরি ও চা, মাত্র ৫৪ টাকায়!
প্রসঙ্গত সম্প্রতি ‘আবার প্রলয়’-এর ট্রেলার দেখে অনেকেই ওয়েব সিরিজে ঋত্বিক চক𓂃্রবর্তীর লুক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অনেকেরই মনে হয়েছিল 'গুরুজি ঋত্বিকের লুকটা সেক্রেড গেমস-এর পঙ্কজ ত্রিপাঠীর লুকের কপি। এমনকি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই রাজকে আক্রমণ করে লেখেন, ‘যে একদা কপি করিত আজও কপি করে,শুধু তামিল ছেড়ে স্যাক্রেড গেমস এর পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা...trolls r welcome’। যদিও নিজের পোস্টে, রাজের নাম নেননি রাহুল। তবে তিনি কার উদ্দেশ্যে কথাগুলি বলছেন তা বুঝে নিতে অসুবিধা হয়নি কারোরই।