ꦏ মুম্বই ছেড়ে কলকাতায় হাজির হয়েছেন অভিনেত্রী অদিতি পোহানকর। সৌজন্যে রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজ 'পরিণীতা'। রাজের বলিউড ডেবিউ সিরিজে পরণীতা হচ্ছেন বলিউডের অদিতি। আর সেকারণেই তাঁর কলকাতায় আসা। হাওড়া ফুলঘাট থেকে দেশপ্রিয় পার্কের তালগুড় শিল্প সমবায় সমিতির বাড়ি, বিভিন্ন প্রান্তে চলছে শ্যুটিং। তবে কলকাতায় শ্যুটিং করছেন, আর অদিতিরা বাংলার 'পরিণীতা'র সঙ্গে দেখা করবেন না তাও কি হয়!
🦩 হ্য়াঁ, ঠিকই বুঝেছেন বাংলার 'পরিণীতা' বলতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথাই বলছিলাম। রাজের আমন্ত্রণে তাঁর আরবানা ফ্ল্যাটে পৌঁছে গিয়েছিলেন অদিতি পোহানকর। সেখানেই শুভশ্রী-রাজের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন তাঁরা। তবে শুধু অদিতিই নয়, দেখা গেল বলি অভিনেতা প্রিয়াংশু পাইনুলিকেও। জানা যাচ্ছে, বাংলায় যে চরিত্রটিতে আদৃত রায়কে দেখা গিয়েছিল, সেই চরিত্রে দেখা যাবে প্রিয়াংশুকে। তবে এবার প্রশ্নে রাজ-শুভশ্রীর বাড়িতে এই বিশেষ মধ্যাহ্নভোজের মেনুতে কী ছিল?
༺ টলিউড অনলাইনের পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে মেনু ছিল এক্কেবারে বাঙালিয়ানায় ভরপুর। ছিল বাসন্তী পোলাও, মাংস, লুচি, বেগুনভাজা আলুরদম সহ আরও কত কী…। ছিল শসার স্যালাড। কাঁসার থালা বাটিতে সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল। অদিতিকেই ক্যামেরা করতে দেখা গেল। তাঁরা যখন খেতে বসেছিলেন, তখন পিছনে সোফায় উঠে উঁকি মারতে দেখা গেল ছোট্ট ইউভানকেও।
🎃 টলিউড অনলাইনের সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘টলিউডের পরিণীতা’-ই সেরা। কেউ লিখেছেন, ‘৪ জনকেই শুভেচ্ছা’। কেউ আবার বাকি অভিনেতাদের চিনতে না পেরে জিগ্গেস করেছেন, ‘বাকিরা কারা?’ কারোর প্রশ্ন, ‘কিন্তু বলিউডের পরিনীতা তো বিদ্যা বালান ছিলো এখানে কোথায় সে?’ বোঝাই যাচ্ছে শরৎ চন্দ্রের উপন্যাস অবলম্বনে তৈরি সইফ-বিদ্যার 'পরিণীতা' ছবির কথাই বলেছেন এই ব্যক্তি। আবার কারোর প্রশ্ন, 'পরিণীতার কি হিন্দি ভার্সান আসছে?'
🐼 জানা যাচ্ছে, ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে বানানো 'পরিণীতা' ছবিটিরই হিন্দি ভার্সান আনছেন রাজ চক্রবর্তী। তবে এবার সিনেমা নয় তৈরি হচ্ছে সিরিজ। আর রাজের এই বলিউড ডেবিউ সিরিজে পরিণীতা হচ্ছেন মারাঠি অভিনেত্রী অদিতি পোহানকর। আর 'বাবাইদা' হৃত্বিক চক্রবর্তীর ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। ছবিতে বলিউড অভিনেত্রী সুমিত ব্যসকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়। আর পরিণীতার নীরব প্রেমিকের ভূমিকায় দেখা যাবে প্রিয়াংশু পাইনুলিকে। যে চরিত্রটিতে বাংলায় আদৃত রায়কে অভিনয় করতে দেখা গিয়েছিল।