কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সনের পদ থেকে সরছেন রাজ চক্রবর্তী। জানা যাচ্ছে, রাজ নিজেই এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ এবছর ৩০তম চলচ্চিত্র উৎসবে চেয়ারপার্সনের পদ সামলাবেন না রাজ। আর একথা নিজেই জানিয়েছেন 🌞রাজ।
জানা যাচ্ছে, গতবছরই নাকি꧟ KIFF-এর চেয়ারপার্সন দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানিয়েছিলেন। তবে গতবছর সেই অনুরোধ মঞ্জুর হইনি। গতবার𒉰 ছিল ২৯তম চলচ্চিত্র উৎসব, আর এবার এই উৎসব ৩০তম বছরে পা রাখছে। আর এই বছরই রাজের এই আবেদন মঞ্জুর হয়েছে বলেই খবর।
এবিষয়ে আনন্দবাজারকে রাজ চক্রবর্তী জানিয়েছেন, কোনও অভিমান থেকে তিনি এই পদ ছাড়ছেন না, সেই ২৫তম KIFF-থেকে চেয়ারপার্সনের দায়িত্ব সামলেছেন তিনি এবার💦 একটু বিরতি চান। রাজের সাফ কথা, তিনি ছাড়া আরও অনেকেই রয়েছেম, যাঁরা এই পদ সামালাতে পꦅারবেন, তাঁদের সুযোগ পাওয়া উচিত। ক্ষমতা কুক্ষিগত করাতে তিনি বিশ্বাসী নন।
তবে এখন প্রশ্ন রাজের বদলে এ🦩বার কে হবে ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন? শোনা যাচ্ছে, এবার এই দায়িত্ব পেতে পারেন পরিচালক গৌতম ঘোষ। যদিও এই মুহূর্তে তিনি রোমে রয়েছেন। সেখানে নিজের ছবির প্রিমিয়ারে ব্যস্ত। তবে সত্য়িই গৌতম ঘোষকে KIFF-এর চেয়ারপার্সনের দায়িত্ব দেওয়া হয়েছে কিনা, সেবিষয়টি নিশ্চিত না করলেꦜও অস্বীকারও করেননি রাজ। তিনি জানিয়েছেন, পরিচালক গৌতম ঘোষ বহুদিন ধরেই চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত, তাই তাঁর নাম উঠে আসছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীই নেবেন।