পর্ন-কাণ্ডে তাঁর নাম জড়িয়েছিল গত বছর। তার পর ঝড় বয়ে গিয়েছে রাজ কুন্দ্রার জীবনে। গ্রেফতারি থেকে ট্রোল, কটাক্ষ, কঠিন সময় পার করে💎ছেন শিল্পা শেট্টির স্বামী।
সময় গড়িয়েছে। সেই তিক্ততা হয়েছে মলিন। তবে জামিন পাওয়ার পর থেকেই একটু একটু করে নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজ। জনসমক্ষেও আসেন মুখ ঢেকে। তবে যাঁরা তাঁকে ট্রোল করে, তাঁদের এক বিশেষ বার্তা দিলেন তিনি। সোমবার টুইটারে রাজ লিখলেন, 'ট্রোলাররা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন কেন? দয়া করে আমাকে ছেড়ে যাব𓂃েন না।' যে কোনও ধরনের কটাক্ষ, সমালোচনাকে যে তিনি আর তোয়াক্কা করেন না, সংক্ষিপ্ত এই টুইটের মাধ্যমে তা-ই আরও একবার বুঝিয়ে দিলেন শিল্পা শেট্টির স্বামী।
২০২১ সালের জুলাই মাস। বেআইনি ভাবে পর্ন তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে রাজের বিরুদ্ধে। প্রায় দু'মাস পুলিশি হাজতে কাটাতে হয়েছিল রাজকে। সেই সময়ে আর্থার রোড জেলে ছিলেন তিনি। শিল্পা শেট্টির স্বামী যদিও দাবি করছেন, অপরাধ দমন শাখার উচ্চপদস্থ কর্তারা তাঁকে ফাঁসিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য সিবিআই-কে একটি চিঠিও দিয়েছেন তিনি।
(আরও পড়ুন: শিল্পার চালুনি দিয়ে মুখ ঢাকলেন রাজ! করবা চৌথের নতুন রীতি? নাকি মুখ লুকোলেন আবার)
রাজের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন শার্লিন চোপড়া, পুনম পাণ্ডের মতো অভিনেত্রীরা। তবে নিজের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ নাকচ করেছেন রাজ। আপাতত পরিবারের সঙ্গে দিন কাটছ🧜ে তাঁর।