প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে অন্তঃরঙ্গ ভিডিয়ো ফাঁসের অভিযোগ এনেছিলেন 'রাখি সাওয়ান্ত'-এর প্রাক্তন স্বামী। রাখির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তিনি। সেই মামলায় এবার ৭ ডিসেম্বর পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন পেলেন রাখি। বৃহস্পতিবার দিন্দোশি দায়রা আদালত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে রাখি সাওয়ান্ﷺতকে অস্থায়ীভাবে স্বস্তি দিয়েছে।
প্রাক্তন স্ত্রী রাখি সওয়ান্তের বিরুদ্ধে আম্বোলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৬৭এ ধারায় অভিযোগ দায়ের করেন। সেই মামলারই অগ্রিম জামিনের আবেদনের শুনানি ছিল। এই মামলায় ♚রাখিকে নিজের বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে আদালত রাখির অন্তর্বর্তীকালীন সুরক্ষা মঞ্জুর করেছে। এবং পুলিশকেও, ৭ ডিসেম্বর পর্যন্ত রাখি সাওয়ান্তের বিরুদ্ধে কোনও টজবরদস্তিমূলক ব্যবস্থা' না নেওয়ার কথা বলেছে আদালত। অর্থাৎ এই মামলায় আগামী ৭ তারিখ পর্যন্ত রাখিকে গ্রেফতার করতে পারবে না পুলিশ।
আরও পড়ুন-'এক রাতেই আমিꦅ ২০-৩০ লক্ষ টাকা আয় করি', ওরির কথায়♌ হতবাক সলমন
আরও পড়ুন-‘পরমপিয়া’র বিয়ে, চর্চার মাঝেই শ্রী💖লেখা লিখলেন ‘যে যার🌄 নিজের বর, বউকে সামলে রাখুন…’
আরও পড়ুন-হু হু করে বিক্রি হচ্ছে꧟ 'অ্যানিম্যাল'-এর টিকিট, মুক্তির আগে ক🍸ত আয় করল রণবীরের ছবি?
এদিকে আদিল খান দুরানি রাখি বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনের ৬৭এ ধারায় মামলা করেছেন। ৬৭এ ধারা অনুসারে, 'যিনি ভিডিয়ো আকারে প্রকাশ বা প্রেরণ করেছেন এমন কোনো স🅰ামগ্রী যাতে যৌনতাপূর্ণ কাজ বা আচরণ রয়েছে, তাতে পাঁচ বছর পর্যন্ত কারাবাসের শ💙াস্তি হতে পারে এবং জরিমানা হতে পারে ১০ লক্ষ টাকা৷'
এদিকে এই মামলায় রাখির আইনজীবী আলি কাশিফ খান দেশমুখ যিনি রাখির আগাম জামিনের আবেদন করেছেন, তাঁর দাবি, এক্ষেত্রে অভিযোগকারীর একমাত্র উদ্দেশ্য হল রাখিকে💦 হেনস্থা করা।