২০২৩ সালে মুক্তি পেয়েছিল রক্তবীজ। উইন্ডোজ প্রোডাকশন ܫহাউজের প্রথম থ্রিলার ছবি নজর কেড়েছিল দর্শকদের। সেই ছবির শেষেই ইঙ্গিত মিলꦫেছিল সিক্যুয়েলের। এবার আসছে রক্তবীজের সেই দ্বিতীয় ভাগ, রক্তবীজ ২। শুরু হয়ে গেল ছবির শ্যুটিং।
আরও পড়ুন: দ𝓡ুই শালিকে আঁখিতে মজে দেবা! বাস্তবেও তিতিওক্ষার সঙ্গে প্রেম করছেন অর্কপ্রভ?
আরও পড়ুন: বিশ্বজুড়ে ৭০০ কোটির গণ্ডি পার! চতুর্থ সোমবারে দেশেও অদ▨ম্য ছাবা! ২৫ তম দিনে কত আয় করল ভিকির ছবি?
রক্তবীজ ২ ছবিটির শ্যুটিং
১১ মার্চ থেকে শুরু হল রক্তবীজ ২ ছবিটির শ্যুটিং। এদিন একাধিক ছবি প্রকাশ্যে এনে সেই খবর উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে জানানো হল। সেই ছবির একটিতে দেখা যাচ্ছে আবারও অফিসার সংযুক্তা মিত্র এবং পঙ্কজ সিনহা হিসেবে ধ🎃রা দিয়েছেন মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়। সেই আগের বারের মতোই চেনা লুকে দেখা গেল তাঁদের। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়কে। আর তৃতীয় ছবিটির রয়েছে রক্তবীজ ২ ছবিটির স্ক্রিপ্ট।
এই ছবিগুলো এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় রক্তবীজ ২ ছবিটির প্রযোজনা সংস্থার পেজের তরফে। সেখানে লেখা হয়, 'আজ থেকে যা🤪ত্রা শুরু, বড় পর্দায় দেখা হবে এই পুজোয়।🐟'
রক্তবীজ ২ সম্পর্কে অন্যান্য আপডেট
আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী ছাড়াও রক্তবীজ ২-তে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন নুসরত জাহান। জানা গিয়েছে তাঁকে দেখা যাবে একটি আইটেম সংয়ে। এছাড়া আগের বার ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিককে যে চরিত্রে দেখা গিয়েছিল তাঁদের সেই সেই চরিত্রেই দেখা যাবে। ছবিতে মুখ্য খলনায়ক হিসেবে থাকবেন অঙ্কুশ হাজরা। থাকবেন বহুরূপী-খ্যাত কৌশানি মুখোপাধ্যায়ও, তাঁর সঙ্গে এই ছবিতে দেখা ꦰযাবে অঙ্কুশ হাজরার সর্ম্পকের কথা। প্রসঙ্গত এর আগের বার রক্তবীজ ছবিটিতে অঙ্কুশ হাজরাকে দেখা গিয়েছিল একটি আইটেম নম্বরে। শুধু তাই নয়, শেষ দৃশ্যে রহস্যে ঘেরা যে পুরুষ চরিত্রকে দেখা গিয়েছিল সেটাও যে তিনি ছিলেন সেটাও বেশ ভালোই বোঝা গ𝓀িয়েছিল। সেই চরিত্রকেই এবার পূর্ণমাত্রায় দেখা যাবে।
জানা গিয়☂েছে মার্চ এবং এপ্রিল জুড়ে চলবে এই ছবির শ্যুটিং। কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্তে শ্যুটিং ক🐠রা হবে।