বিগত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে দক্ষিণের ছবিগুলো বলিউডের সিনেমার তুলনায় বেশ ভালো ব্যবসা করছে, শুধু দক্ষিণে নয়, হিন্দি বলয়েও ছবিটা এক। অন্যদিকে একাধিক বিগ বাজেট থেকে শুরু করে তাবড় তাবড় অভিনেতা থাকা হিন্দি ছবিও বক্স অফিসে মাথা তুলে দাঁড়াতে পারছে না। কিছু ছবি তো কবে হলে আসছে আর কবে চলে যাচ্ছে কেউ টের পাচ্ছে না। এই বিষয়ে বলে রাখা ভালো ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত একা🎃ধিক বলিউডের ছবি ফ্লপ করেছে বক্স অফিসে। আর এখান থেকেই একটি বক্তব্য শোনা যাচ্ছে, বলিউড নাকি শেষ! আর সেখান থেকেই দক্ষিণের ছবির উত্থান শুরু হয়েছে। সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রকুলপ্রীত সিং। রকুলপ্রীত দক্ষিণ এবং বলিউড দুই জায়গাতেই সমান দক্ষতার সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন।
২০২২ সালের সব থেকে বেশি ব্যবসা করেছে এমন ১০টা ছবির দিকে যদি নজর রাখা 🉐যায়, তাহলে দেখা যাবে তার মধ্যে খালি ৪ছবি বলিউডের। আর সেরা তিন ছবিই দক্ষিণের। এর মধ্যে রয়েছে কন্নড় ছবি কেজিএফ চ্যাপ্টার ২, তেলেগু ছবি আরআরআর এবং তামিল ছবি পন্নিয়ন সেলভান ১। এর মধ্যে কেজিএফ ২ এবং আরআরআর ছবি দুটোর হিন্দি ভ🅷ার্সন যে পরিমাণ ব্যবসা করেছে সেই পরিমাণ ব্যবসা একাধিক বলিউডের ছবিও করতে পারেনি।
এই বিষয়ে ইন্ডিয়া টুডে কনকলেভে রকুলপ্রীত সিং জানান যে সিনেমা হচ্ছে অনুভূতির ভাষা এখানে কোনও গণ্ডি নেই। একই সঙ্গে তিনি বল🧔েন শ্রীদেবী থেকে টাবু এঁরা দক্ষিণের ছবিতে অভিনয় করেছেন। দক্ষিণের একাধিক ছবি নানান সময় রিমেক করা হয়েছে। 'আজ দক্ষিণের ছবি উন্নতি করছে বলে আমরা এই আলোচনাಌ করছি' জানান রকুলপ্রীত সিং।
তাঁকে যখন জিজ্ঞেস করা হಌয় তাহলে কি বলিউড শেষ হয়ে গিয়েছে? এই বিষয়ে অভিনেত্রী বলেন, 'এটা একটা সাময়িক ব্যাপার। মানুষ সেই সব বিষয় নিয়েই কথা বলেন যেগুলো কাজ করছে না। দক্ষিণে তো কত ছবি রিলিজ করছে, কিন্তু আমরা সেই ছবি নিয়েই কথা বলছি না এখানে মুক্তি পেয়েছে।' এছাড়া তিনি আরও একটি বিষয় যোগ করেন। রকুলপ্রীত সিংয়ের মতে মহামারীর পর মানুষের পছন্দ পাল্টে গিয়েছে। 'এখানে দক্ষিণ বা বলিউড নেই, এখানে হচ🌳্ছে একটাই জিনিস রয়েছে যে মানুষ কোন ধরনের সিনেমা পছন্দ করছেন' মত অভিনেত্রীর।
২০০৯ সালে রকুলপ্রীত সিং অভিনয় জগতে পা রাখেন কন্নড় ছবি গিল্লির মাধ্যমে। এছাড়া তিনি একাধিক তামিল, তেলেগু ভাষার ছবিতে কাজ করেছে। এরপর তিনি ২০১৪ সালে বলিউডে পা রাখেন। তাঁর বলিউডের প্রথম ছবি হল ইয়ারিয়া। তাঁকে শেষবার দেখা গিয়েছে থ্যাংক গড নামক 🍎ছবিটিতে। এছাড়া আগামীতে তাঁর দুটি বিগ বাজেট তামিল ছবি মুক্তি পেতে চলেছে। এই ছবি দুটি হল আয়ালা এবং ইন্ডিয়ান ২।