জিমে গিয়ে অতিরিক্ত কসরত করাই যেন কাল হল রকুল প্রীত সিংয়ের জন্য! জানা গিয়েছে ⛄এদিন অভিনেত্রী কোনও রকম বেল্ট না পরেই ডেডলিফট করতে গিয়েছিলেন। তাও আবার ৮০ কেজি ওজনের। আর তাতেই গুরুতর আঘাত পান অভিনেত্রী। পিঠ বেদম জোরে আঘাত পেয়েছেন বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: দ্রোহ বনাম পুজো কার্নিভাল! প্রতিমার গাড়ি দেখেই 'চোর চোর' স্লোগান আন্দোলনকারীদের🅷, কটাক্ষ নেটপাডℱ়ার
কেমন আছেন এখন রকুল প্রীত সিং?
ওয়ার্ক আউট সেশনের সময় ৮০ কেজি ওজনের ডেডলিফট করতে গিয়ে পিঠ আঘাত পেয়েছেন রকুল প্রীত সিং। আপাতত তাঁকে এক সপ্🐼তাহের বেশি সময় বেড রেস্টে থাকার নির্দেশ দিয়েছেন ডাক্তার। ব্যাপারটা বেশ ভয়ের ব🥀লেই জানানো হয়েছে অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রের তরফে। বেশ কয়েকদিন আগেই ঘটনাটি ঘটেছে। তারপর থেকেই তিনি বেড রেস্টে আছেন।
আরও পড়ুন: ঠাকুর দেখতে এসে লোকের বাড়ির বাগান, গেটের সামনে মলমূত্র ত্যাগ দর্শনার্থীদের! কোথা༒য় ঘটল এমন ঘটনা?
সেই ব্যক্তি গোটা বিষয়টা জানিয়ে বলেছেন, 'গত ৫ অক্টোবর রকুল প্রীত যখন ওঁর ওয়ার্ক আউট করছিল তখন ও বেল্ট না পরেই ৮০ কেজির একটি ডেডলিফট করে। এতেই তাঁর পিঠে চোট লেগেছে।' এই আঘাত পাওয়ার পরও অ🍨ভিনেত্রী কাজ থামাননি বলেও জানিয়েছেন সেই ব্যক্তি। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে জানানো হয়েছে তিনি এই ঘটনা ঘটার পরও দে দে পেয়ার দে ছবির শ্যুটিং করেছেন। তাও টানা ২ দিন ধরে। এরপর ৩ দিনের মাথায় ফিজিওথেরাপিস্টের কাছে যান তিনি ব্যথা সহ্য করতে না পেরে। ৩-৪ ঘণ্টা অন্তর অন্তর তাঁর ব্যথা বাড়ছে বলেও জানান অভিনেত্রী। ফিজিওথেরাপি চালু করেও বিশেষ কাজ দেয়নি। গত ১০ অক্টোবর বাড়াবাড়ি হয়।
জানা গিয়েছে রকুল প্রীত সিংয়ের এল ৪, এল ৫ এবং এস ১ নার্ভগুলো ♑ক্ষ༺তিগ্রস্ত হয়েছে। বিপিও ফল করে গিয়েছিল তাঁর এরপর। আপাতত তাই অভিনেত্রী বেড রেস্টে আছেন।