হালে আবার নতুন করে জোরদার আলোচন🍰ায় এসেছে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ রণবীরের বিরাট সমালোচনা করেছেন। তার পিছনে রয়েছে আলিয়ারই একটি মন্তব্য। তিনি বলেছিলেন, রণবীর নাকি তাঁকে লিপস্টিক মুথছে ফেলতে বাধ্য করেন। এই মন্তব্যের পরেই ট্রোল শুরু হয় রণবীরকে নিয়ে। এবার এই ইস্যুতে রণবীরের পাশে দাঁড়ালেন আলিয়ার মা সোনি রাজদান।
সম্প্রতি এক ভিডিয়োয় আলিয়া বলেছিলেন, তাঁর এই লিপস্টিক পরা একেবারেই পছন্দ করেন না স্বামী রণবীর কাপুর। এমনকী যখন প্রেমিক ছিলেন তখনও করতেন ൲না। আলিয়ার কথায়, ‘লিপস্টিক পরলেই বলে মুছে ফেলো মুছে ফেলো। ওর আমার ঠোঁটের স্বাভাবিক রংই𒈔 বেশি পছন্দ।’ তাঁর এই কথা নিয়ে শুরু হয়েছিল বিরাট আলোচনা। সমালোচনার মুখে পড়তে হয় রণবীরকে। কিন্তু সোনি রাজদান এবার বললেন, এর পিছনে ভূমিকা রয়েছে অদ্ভুত এক সংস্কৃতির। কী সেই সংস্কৃতি? এর নাম ‘ক্যানসেল কালচার’।
(আরও পড়ুন: ‘মুছে ফেলো এক্ষুণি’, আলিয়ার লিপস্টিক পরা পছন্দ নয়𒊎 রণবীর কাপুরের, কারণটা জানেনﷺ?)
কাকে বলে ক্যানসেল কালচার? গত দশকের প্রথম দিকে এই শব্দের আমদানি হয়েছিল। সাধারণত এটি বলতে বোঝায় এমন এক ধরনের সংস্কৃতিকে, যেখানে সকলে খাꦰরাপ ভাষায় কোনও কিছুর সমালোচনা করেন, সেটিকে বয়কট, বাতিল করার চেষ্টা করেন। এবং এই সমালোচনা মাঝে মধ্যে শ🍎ালীনতার সীমা পেরিয়ে যায়।