সম্প্রতি কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা হেমা মালিনীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছেন। আর সেটা নিয়েই শুরু হয়েছে হইচই। ꦍমথুরার এমপিকে নিয়ে কংগ্রেস নেতা যা বলেছেন সেটা অত্যন্ত নারী বিদ্বেষী এবং অবনানাকর। যদিও রণদীপ জানিয়েছেন বিজেপির তরফে ইচ্ছেকৃত ভাবে তাঁর বক্তব্যের কিছু অংশকে খালি প্রচার করা হচ্ছে ভুল উদ্দেশ্য নিয়ে।
কী বলছে বিজেপি?
রণদীপ সুরজেওয়ালা এদিন হেমা মালিনীর উদ্দেশ্যে যা বলেছেন তার জন্য তাঁকে হরিয়ানার ওমেন প্যানেলের তরফে আগামী ৯ এপ্রিল ডেকে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিজেপির তরফে তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করা হচ্ছে। সম্প্রতি বিজে♓পির অমিত মালব্য রণদীপ সুরজেওয়ালার সেই বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন।
আরও পড়ুন: 'তুই কি ডাকাত?' স্বস্তিকার আকাশছোঁয়া ফিজ নিয়ে ঘোরতর আপত্তি ছিল সন্তুর! ধমক দিয়ে বলেছ꧋িলেন কী কী?
অমিত মালব্য সেই পোস্ট শেয়ার করে লেখেন 'কংগ্রেসের এমপি রণদীপ সুরজেওয়ালা নারীবিদ্বেষী মন🐎্তব্য করেছেন হেমা মালিনীর উদ্দেশ্যে যা অত্যন্ত অপমানজনক। কেবল হেমা মালিনীর জন্য নয়, প্রতিটি নারীর ক্ষেত্রেই। এটাই রাহুল গান্ধীর কংগ্রেস যা নারীবিদ্বেষী এবং নারীদের অপমান করে।'
যোগী আদিত্যনাথ থেকে শুরু করে শেহজাদ পুনাওয়ালাও রণদীপ সুরজেওয়ালার এই মন্তব্যের বিরোধিতা করেছেন। তবে এটাই প্রথম নয় যখন কংগ্রেস নেতা মন্ত্রীরা মেয়েদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করল। এর আগেও কঙ্গনা রানাওয়াতের উদ্দেশ্যে কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাথ খারাপ ♏মﷺন্তব্য করেছিলেন।
জবাবে কী বলছেন রণদীপ?
রণদীপ সুরজেওয়ালা এদিন জানিয়েছেন তিনি যা বলেছেন সেটাকে কেটে একটি নির্দিষ্ট অংশ শেয়ার করছে বꦦিজেপির আইটি সেল যাতে তাঁকে নিচু করে যায়। বিতর্ক তৈরি করা যায়।
কী বলেছেন রণদীপ?
রণদীপ সম্প্ღরতি একটি ভিডিয়োতে বলেছেন, 'মানুষ এমএলএ এমপিদের নির্বাচন করেন যাতে তাঁরা নাগরিকদের কথা তুলে ধরতে পারেন। হেমা মালিনীদের মতো মানুষদের সেখানে চাটার জন্য পাঠানো হয় না।'