'এই মাত্র ফ্লোর থেকে এলাম। সব টেকনিশিয়ানস যাঁরা একসঙ্গে কাজ করেছি, তাঁদেরকে ধন্যবাদ জানিয়েছি। শেষবার 'অনুজ' হয়ে শ্যুটিং করলাম।' কথাগুলো বলতে বলতেই দীর্ঘশ্বাস ফেললেন অভিনেতা রণজয় বিষ্ণু। গলা ধরে এল তাঁর। একটু থেমে আবারও বললেন, ‘এটা কঠিন একটা যাত্রা। জীবনে অনেক চরিত্র করেছি, তবে টানা একবছর হয়ত এমন কোনও চরিত্র আমার সঙ্গে থাকেনি, বা কোনও চরিত্রকে এভাবে যাপন করিনি। এই অনুজ লোকটির রাগ, অভিমান, দম্ভ, গাম্ভীর্য, সব মিলিয়ে একটা কঠিন চরিত্র হয়ে উঠে🐼ছিল।’ ‘গুড্ডি’ ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং শেষে এভাবেই আবেগতাড়িত হয়ে পড়লেন অভিনেতা রণজয় বিষ্ণু। ভিডিয়ো পোস্ট করে ‘গুড্ডি’ ধারাবাহিক ও 'অনুজ' চরিত্রের সঙ্গে ধীরে ধীরে তাঁর জড়িয়ে পড়ার কথা জানালেন সকলকে।
‘গুড﷽্ডি’ ধারাবাহিক ও 'অনুজ' চরিত্রটি দেওয়ার জন্য পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানাতেও ভুললেন না রণজয়। বললেন, একটু বেশিই আবেগতাড়িত হয়ে পড়েছেন, ﷽সাধারণত তাঁর সঙ্গে এমনটা হয় না। অনুজকে খুব মিস করবেন বলেও জানালেন। তবে এদিন বেশিক্ষণ কথা বলতে পারেন নি রণজয়। বললেন, ‘বেশি কথা বলছি না, তাহলে আরও ভেঙে পড়ব।’
আরও পড়ুন-জীবনে ফের প্রাক্তনের আনাগোনা! ভাঙছে শো♌ভন-স্বস্তিকার প্রেম? মুখ খুললেন অভিনেত্রী