রানু মণ্ডলের জীবনের পুরো গ্রাফটাই যেন আমূল বদলে গিয়েছে গত কয়েক বছরে। হঠাৎই রাণাঘাট স্টেশন থেকে ভাইরাল হন রানু। রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠে🧸ন গায়িকা। তারপর এক রিয়েলিটি শো-তে পান আমন্ত্রণ। সেখানে বিচারকের আসনে উপস্থিত থাকা হিমেশ রেশামিয়া বাংলার রানুর সামনে রাখেন প্লে-ব্যাক করার অফার। ২০১৮ সালের পুজোয় হিট হয় ‘তেরি মেরি কাহানি’!
সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার তোতন ঘোষ গিয়েছিলেন রানুর বাড়িতে। একান্ত সাক্ষাৎকারে বলিউডে নিজের জার্নি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রানু জানান, এখনও হিমে🌊শ তাঁকে মুম্বꦺইয়ে যেতে বলেন! সঙ্গে সুরকারের দেওয়া গাড়ি-বাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতির কথাও বলেন।
তবে, ভাগ্যদেবীর পরিহাসে রাণুর বলিউড ক𒈔েরিয়ার ছিল ক্ষণস্থায়ী! আসতে থাকে একের পর এক বাধা। কখনও ছবি তুলতে আসা ভক্তের সাথে খারাপ ব্যবহার করেন তিনি, কখনও আবার রানুর ওপর অভিযোগ তোলেন শো-র আয়োজকরা। এরপর ২০২০ সালে করোনা মহামারীর পর অবস্থা আরও খারাপ হয় গায়িকার! আপাতত তাঁর আস্তানা রাণাঘাটের সেই ভাঙা বাড়ি।
যদিও জনপ্রিয়তা এখনও কমেনি। তাঁর জীবনের ওপর সিনেমা বানানো হচ্ছে, ‘মিস রাণু মারিয়া’। প্রায়ই ইউটি🗹উবাররা হাজির হয় তাঁর বাড়িতে। সেখান থেকেই উঠে এল এক অজানা তথ্য। এক ইউটিউবারের সাথে কথাপ্রসঙ্গে রানু জানালেন, হিমেশ তাঁকে মুম্বইয়ে ফ্ল্যা🧜ট কিনে দেওয়ার কথা বলেছিলেন। কারণ, প্লেব্যাকের জন্য গেলে ১-২ দিন লেগেই যায়। আর রাণাঘাট থেকে বারবার যাতায়াত করাও মুশকিল। এমনকী তাঁকে গাড়ি কিনে দেওয়ার কথাও বলেছিলেন হিমেশ।