গত বছরই খবর প্রকাশ্যে এসেছিল তৈরি হচ্ছে রানু মণ্ডলের বায়োপিক। নাম 'মিস রানু মারিয়া'। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশিকা দে। রানাঘাট স্টেশন থেকে বলিউডে পাড়ি জমানোর গল্পই ফুটে উঠবে এই সিনেমায়। নিজের বায়োপিকের জন্য দুটি গান গাইলেন🌜 রানু মণ্ডল।
সঙ্গীতশিল্প🎶ী সিধু ও সন্দীপ কর-এর মিউজিক পরিচালনায় বায়োপিকের জন্য দুটি গান গেয়েছেন রানু। কলকাতার এক রেকর্ডিং স্টুডিওতে সম্প্রতি গানের রেকর্ডিংও হয়ে গিয়েছে। রানু মণ্ডলের পাশাপাশি এদিন রেকর্ডিংয়ে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। হিন্দি ভাষাতে তৈরি হবে এই ছবি। ঋষিকেশ ཧমণ্ডলের পরিচালনায় আসছে ‘মিস রানু মারিয়া’।
রানু মণ্ডলের যৌবন, জীবনে আসা নানা ওঠা-পড়া, সেগুলো কাটিয়ে ওঠা, কেন তিনি রানাঘাট স্টেশনে আশ্রয় নিয়েছিলেন… মূলত রানু মণ্ডলের ব্যাক স্টোরির ওপর এই ছবি। পরিচালক জানান ‘শিল্পী রানু মণ্ডলের জীব♛নে অনেক টানাপোড়েনের গল্প জড়িয়ে আছে। রেল স্টেশন থেকে মুম্বইয়ে ওঁর জার্নি, তারপরে সাফল্য সবটাই নিয়ে এই ছবি। যার জন্য আমি অনেকটাই আশাবাদী।’
রানু মণ্ডলকে ‘রানু মা’ বলে ডাকেন ইশিকা। নিজের বায়োপিক সম্পর্কে কথা বলতে গিয়ে গায়িকা বলেন, ‘আমার জীবনী নিয়ে সিনেমা হচ্ছে, আমি অত্যন্ত খুশি। ধন্যবাদ জানান ঋষিকেশ ও সিধু কে। তবে আমার যারা শুভাকাঙ্খী তাদের ঈশ্বর ෴ও যিশু মঙ্গল করুক।’