গত দুই সিজনের চরম সাফল্যের পর শুর♊ু হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় গানের রিয়্যালিটি শো 'সুপার সিঙ্গার' সিজন ৩ (Super Singer Season 3)। রিয়্যালিটি শো-এর সঞ্চালনার দায়িত্বে যীশু সেনগুপ্ত। চমক থাকছে বিচারকের আসনে। এই সিজনে বিচারক আসনে রয়েছেন কুমার শানু , সোনু নিগম এবং কৌশিকী চক্রবর্তী।
দেশজুড়ে ৩২ জন প্রতিযোগিকে বেছে নেওয়া হয়েছে এই রিয়্যালিটি শো-এর জন্য। এবারের সিজনে অংশ নেওয়ার জন্য প্রতিযোগীদের কোনও বয়সের ঊর্ধ্বসীমা ছিল না। তবে ন্যূনতম বয়সসীমা ছিল ১৮ বছর। অনলাইনে অডিশনে বাছাই ক෴রে প্রতিযোগি নেওয়া হয়েছে। তিনটি ধাপের মাধ্যমে ২৪ জনকে নিয়ে শুরু হবে রিয়্যালℱিটি শো-এর মূল প্রতিযোগিতা।
এই শো’তে প্রতিযোগীদের প্রশিক্ষণ দেবেন শোভন গঙ্গোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, সুজয় ভৌমিক, রাজীব দাস, দীপান্বিতা চৌধুরী প্রমুখ। প্রতিযোগিদের গ্রুম করবেন তাঁরা। শোয়ের অ্🐽যারেঞ্জারের বাড়তি দায়িত্ব সামলাবেন শোভন।
প্রথমবার কোনও বাংলার রিয়্যালিটি শো-তে বিচারক আসনে বসছেন সোনু নিগম। তাঁর কথায়, ‘বাংলার সঙ্গে আমার দৃঢ় যোগসূত্র রয়েছে। আমার প্রচুর বাঙালি বন্ধুবান্ধব রয়েছে। সর্বোপরি আমার স্ত্রী বাঙালি। আমি আগে থেকে কোনও একটা ধারণা তৈরি করতে চাই না। বরং আমি অপেক্ষা করে আছি বেশ কিছু চমকের। শানু দা আমার একজন শিক্ষক। কৌশিকীও 🌞খুব গুণী শিল্পী। ওঁর বাবা অজয় জি,🦋 আমার গুরুর মতো। সব মিলিয়ে খুব ভাল একটা জার্নির অপেক্ষায় রয়েছি’।
গায়ক কুমার শানুর কথায়, ‘ছোটবেলায় অনেক অভাব দেখেছি। আমার মনে হয়ে পরিবার এবং বড় হও♔য়ার পরিবেশের উপর এটা সম্পূর্ণ নির্ভর করে। আমার বাব-মায়ের থেকেই শিক্ষা পেয়েছি। সারা জীবন বাঙালি হ🐻য়েই থাকতে চাই আমি’।
কৌশিকীর কথায়, এত গুণী প্রতিযোগীরা আসছেন যে, 'আমরা বুঝতে পারছি না কাকে ছেড়ে কাকে নেব। সকলকে তো নেওয়া সম্ভব না। প্রতিবার মনে হচ্ছে, এবারে যে আসবে সে একটু খারাপ গান করুক, যাতে আমরা বাদ দিতে পারি'। খুব শীঘ্রই আসতে চলেছে 'সুপার সিঙ্গার' সিজন ৩।&nb🐓sp;শোয়ের সম্ভাব্য তারিখ এবং সম্প্রচারের সময় সম্পর্কে কিছু জানাননি 🌳নির্মাতারা।