Viral Video Jhilam Gupta:বাঙালি মানেই খাদ্যরসিক। ফলে খাবারের দিকে টান থাকা স্বাভাবিক। খাবারের ছবি বা ভিডিয়োও একেবারে পৃথিবীর মাধ্যাকর্ষণের মতো টানে। আর এই দুর্বলতাকেই হাতিয়ার করে ফেসবুক, ইনস্টাগ্রাম জুড়ে একের পর এক ফুড ব্লগিং চ্যানেলের রমরমা। বাংলার বিভিন্ন শহর, জেলা ঘুরে ঘুরে তাদের ব্লগিং অভিযান চলে। প্রথম দিকে অল্পসংখ্যক ফুড ব্লগার থাকলেও বর্তমানে প্রচুর সংখ্যক মানুষ এই পেশায় ‘নাম লেখাচ্ছেন’। তাই সোশ্য়াল মিডিয়া জুড়ে বর্তমানে ভিডিয়ো, রিল, পোস্টের ছড়াছড়ি। এতটাই ছড়াছড়ি যে 💫মাঝে মাঝে অসহ্য হয়ে উঠছে অনেক নেটিজেনদের কাছেই। একই ব্লগারের তেলা মাথায় তেল দেওয়া দেখেন নেটিজেনদের নানা বিদ্রুপও ধেয়ে আসছে। আর এসব কিছু দেখেই ঝিলম হাজির হলেন তাঁর বিশেষ ভিডিয়ো নিয়ে।
ফুড ব্লগারদের ‘ব্যবসা’
ঝিলমের সাম্প্রতিক ভিডিয়োটি ফুড ব্লগারদের নিয়েই। বিভিন্ন দোকানকে ঘিরে ফুড ব্লগারদের সমান্তরাল ‘ব্যবসা’ গড়🍒ে উঠছে ইদানিংকালে। সেই দিকেই কিছুটা কটাক্ষ করলেন ঝিলম। তাঁর ভিডিয়োতে একদিকে যেমন উঠে এসেছে মধ্যমগ্রামের এক ফেবুখ্যাত বিরিয়ানির দোকানের কথা, অন্যদিকে উঠে এসেছে শিয়ালদার এক পরোটা বিক্রেতার কথাও। পাশাপাশি বাদ পড়েনি বাঘাযতীনের এক পরোটা বিক্রেতার কথাও। তিনি তাঁর বিতর্কিত কথাবার্তার জন্য নিয়মিত নেগেটিভ কমেন্ট পেয়ে থাকেন ফেসবুকে। তাঁর বুকনি নিয়েও ভিডিয়োতে তুলোধোনা করেন ঝিলম।
আরও পড়ুন -পরোটা বিক্রি ছেড়ে কি ফুড ব্লগিংয়ে মন ♏রাজুদার? কী বললেন HT বাংলাকে
ভিডিয়োর মানবিক আবেদন
কোনও দোকানেরই আসল নাম অবশ্য উল্লেখ করা হয়নি ভিডিয়োতে। কিন্তু নেটিজেনদের দোকানগুলির নাম বুঝতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। রোস্টিংয়ের পাশাপাশি মানবিক কথাও ছিল ভিডিয়োতে। দীর্ঘদিন ধরে মাথার ঘাম পায়ে ফেলে দোকানদারি করছেন যারা, তা🔯দের দুদিনের জন্য ভাঙিয়ে খাওয়াকেও সমালোচনা করা হয় ওই অভিনয়ে। যা আবার নেট𝄹িজেনদের মন জয় করে নিয়েছে।
আরও পড়ুন -‘হেব্বি টেস্ট বাবা!’ গাছের🌠 পাতা, সবজি কাঁচাই চিবিয়ে খান ইনি! কটাক্ষ নে🔥টপাড়ার
নেটিজেনদের সমর্থন
ভিডিয়োটি বুধবার সকালে পেজে আসার পর থেকেই বহু মানুষ সেটি দেখেছেন। পাশাপাশি কমেন্টেও অনেকে তাদের মতামত জানিয়েছেন। ফুড ব্লগারদের দৌরাত্ম্যের মধ্যে এমন ভিডিয়োর দরকার ছিল বলেই মনে করছেন অনেকে। পাশাপꩵাশি ভিডিয়োতে যেসব ব্লগারদের অতিরিক্ত ‘ন্যাকামি’র জন্য় রোস্ট করা হয়েছে, তাদের নিয়েও উঠে আসে বেশ কিছু কমেন্ট।