‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পর কেটেছে ২৫ বছর। ফের জুটি বাঁধছেন সলমন খান ও করণ জোহর। নায়কের ৫৮তম জন্মদিনে সেই খবরে সিলমোহর দিয়েছেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার। পরিচালক বিষ্ণু বর্ধনের ‘দ্য বুল’-এ লিড রোলে ভাইজান, প্র﷽যোজক করণ। ফেব্রুয়ারি মাসেই এই ছবির শ্যুটিং শুরুর কথা ছিল। ছবির জন্য নিজেকে বদলে ফেলার প্রস্ততিও পুরোদমে শুরু করে দিয়েছেন সলমন। জিমে কাটাচ্ছেন লম্বা সময়। তবে ভারত-মলদ্বীপ কূটনৈতিক সম্পর্কে যে চিড় ধরেছে তার মাশুল দিতে হচ্ছে টিম ‘দ্য বুল’কে।
সূত্রের খবর, আপতত স্থগিত করা হয়েছে ছবির প্রথম শেডিউ�𝓀�লের শ্যুটিং। খবর, ছবির চিত্রনাট্য নিয়ে ফের আলোচনা শুরু করেছেন ত্রয়ী। বর্তমান পরিস্থিতি বিচার করে চিত্রনাট্যে রদবদল আসতে পারে, কূটনৈতিক পরিস্থিতিতে বদল না এলে এই ছবি ফ্লোরে যাওয়াটা বেশ মুশকিলজনক। কারণ?
সলমনের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, দ্য বুল-এর প্রেক্ষাপট ইন্ডিয়ান আর্মির অপারেশন ক্যাকটাস। মলদ্বীপকে সন্ত্রাসবাদী হামলা থেকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে ছিল ভারত, নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার ফারুক বুলসারা। ছবিতে সেই চরিত্রে দেখা যাবে ভাইজানকে। কিন্তু বয়কট মলদ্বীপ ট্রেন্ডের মাঝে দেশের জনতা এই ছবি নিয়ে কতটা ইতিবাচক মনোভাব দেখাবেন, 🍨সেই নিয়ে সন্দিহান নির্মাতারাই। সব ঠিক হলে, মে-জুন মাস নাগাদ শুরু হতে পারে দ্য বুলের কাজ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র 👍মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণের ছবি ভাইরাল হওয়ার পর ভারতীয় সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা নিয়ে বিদ্রুপ করেন মলদ্বীপের একাধিক নেতা-মন্ত্রী। কেউ মোদীকে ‘ভাঁড়’ বলে কটাক্ষ করেন, তো কেউ লেখেন পরিষ্কার-পরিচ্ছন্নতায় ভারত পিছিয়ে, এদেশের সৈকতে নাকি শুধুই ‘দুর্গন্ধ’ রয়েছে! এরপর প্রতিবাদের ঝড় ওঠে। সেই তালিকায় সামিল হয়েছিলেন সলমন খানও।
প্রসঙ্গত, গত বছর আপ কি আদালতের মঞ্চে সলমন জানিয়েছিলেন করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ছবিতে কাজ করতে চলেছেন তিনি। এরপর ভাইজানের জন্মদিনে 🐼কীভাবে সলমন কুছ কুছ হোতা হ্যায়-তে ক্যামিও চরিত্রে অভিনয়ে রাজি হন সেই গল্প বলে আবেগতাড়িত করণ লেখেন, 'আমি অলভিরা (সলমনের বোন) এবং আমার বাবার কাছে কৃতজ্ঞ, যে তাঁদের জন্য আমি আমার আদর্শ আমনকে পেয়েছিলাম। সলমন খান আমার ডেবিউ ছবিতে ছিলেন। এমন আচরণ আজকের দিনে বিরল! শুভ জন্মদিন সলমন! তোমার জন্য সর্বদা শ্রদ্ধা আর ভালোবাসা রয়েছে… আর ২৫ বছর পর আমরা আবার একটা গল্প পেয়েছি একসঙ্গে বলবার জন্য… আর বেশি কিছু বলব না, শুভ জন্মদিন'।