RG কর কাণ্ডের পর কেটে গিয়েছে ৪৯দিন। তবে এখনও বিচার পাইনি আরজি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের সেই নির্যাতিতা, মৃতা চিক🤪িৎসক ও তাঁর পরিবার। আর তাই এবার বিচার চাওয়া নয়, বিচারের দাবি তোলার কথা বললেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী🅠। সম্প্রতি নিজের ফেসবুকের পাতায় একটা ভিডিয়ো পোস্ট করে সেই বার্তাই দিয়েছেন লগ্নজিতা।
ঠিক কী রয়েছে লগ্নজিতার সেই ভিডিয়ো বার্তায়?
লগ্নজিতাকে বলতে শোনা যায়, ‘ডাক্তারদের যে আন্দোলন, সেটা আজ নিয়ে ৪৬ দিন ধরে চলছে। আমরা বারংবার সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছি। শুধু পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষের প্রচুর প্রান্ত থেকে, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে সাহায্য এসেছে। এতদিন আমরা বলছিলাম, We Want Justice, আর এখন, শুধু আমার নয়, আমাদের অনেকেরই মনে হচ্ছে এবার বলতে শুরু করা উচিত We Demand Justice। যেহেতু ডাক্তাররা ত্রাণের কাছে গিয়েছেন, সেখানে দেখাশোনা করছেন, চিকিৎসা করছেন, তাই হয়ত অনেকেরই মনে হতে পারে, আন্দোলনটা ঝিমিয়ে পড়েছে, কিন্তু বিশ্বাস করুন, আন্দোলনটা ঝিমিয়ে পড়েনি। তবে সারাক্ষণ তো একজায়গায় বসে থাকা যায় না, তাই ডাক্তারদেরও নিজের কাছে ফিরতে হয়েছে। আন্দোলনটা যে ঝিমিয়ে পড়েনি, সেটা আমরা যাঁরা, এই শহরের বিশাল সংখ্যক মানুষ, শহরের প্রায় অর্ধেক মানুষ যাঁরা এটার সঙ্গে জড়িত তাঁরা এটা ভালো করেই জানি যে আন্দোলনটা ঝিমিয়ে পড়েনি। কারণ প্রতিদিনই শহরে কিছু না কিౠছু হচ্ছে। যাতে আরও মানুষের মনে না হয়, যে আন্দোলনটা ঝিমিয়ে পড়েছে, সেটা যাতে না ভাবা হয়, তাতে আমরা চাই, এই বিচারের দা𒁏বিটা নিদের বাড়ি থেকেই শুরু হোক। আমার বাড়ির সামনে, ঘরের ভিতরে, গাড়ির কাঁচে, অফিসের ডেস্কে, ব্যলকনিতে, দেওয়াল, ছাতায়, যেকোনও কিছুতে লিখে ফেলা হোক।'
লগ🐼্নজিতা আরও বলেন, 'যেমন আমরা বন্ধু একটা আইডিয়া দিয়েছে, একতলা যাঁদের বাড়ি, যেখানে মা-কাকিমারা শাড়ি মেলেন, সেখানে যদি কোনও পুরনো শাড়িতে লিখে ফেলা যায়। আমি যেমন ভেবেছি, আমার শ্বশুরবাড়ির সকলের অনুমতি নিয়ে কিছু একটা করব, বাপের বাড়িতেও। আর আমার আছে বলতে একটা স্কুটার সেটাতে যদি কিছু করা যায়।তেমনই আপনারাও যদি কিছু করেন। যেমন আপনাদের লিভিং রুম যেখানে বিভিন্ন মানুষ আসেন, সেখানে যদি WE DEMAND JUSTICE লিখে রাখা যায়। যেটা দেখে মানুষজন আলোচনা করবেন। এটা আন্দোলন তো ২ দিনে হয়না, সেটা সম্ভবও নয়। আমাকে অনেকেই জিগ্গেস করছেন কবে হবে? তবে আমার কিন্তু তেমন মত নয়, ইতিহাস পড়লেই বুঝবেন, কোনও কিছু একদিনে হয় না। আমার এই জীবদ্দশাতেও না হতে পারে। তাবলে থেমে যাব, এমনটাও নয়। দুর্গাপুজো আসছে, তাই সবাই যাতে ভুলে না যান, যে অভয়ার বিচার এখনও মেলেনি। তাই আপনাদেরও যদি মনে হয়, এটা একটা সচেষ্ট চেষ্টা তাহলে করে দেখতে পারেন। আপনাদের বন্ধু-বন্ধবের মধ্যেও ছড়িয়ে দিতে পারে। গোটা কলকাতাই যদি এভাবে মুড়ে ফেলা যায়, তাহলে কেউ আর ভাববে না। যে আন্দোলনটা ঝিমিয়ে পড়েছে।'
"WE DEMAND JUSTICE" ’