টিউলিপ নার্সিং হোমের চিকিৎস উজান চট্টোপাধ্যায়কে ছোট পর্দার দর্শক আজও ভুলতে পারেননি। ২০১০ সালের সেই গম্ভীর, ব্যক্তিত্ববান, কাজের প্রতি সিরিয়াস চিকিৎসকের চরিত্রে ঋষি কৌশিক ছাপ ফেলেছিলেন দর্শকের মনে। এরপর ১১ বছর পার। ফের একবার চিকিৎসকের চরিত্রে পর্দায় ফিরছেন ঋষি কৌশিক। এবার উজান নয়, চিকিৎসক অনুভব হয়ে দর্শকের সামনে ধরা দিলেন তিনি। কালার্স বাংলার নতুন ধারাবাহিক ‘সোনা রোদের গান’। ধারাবাহিকে দুই মুখ্য চরিত্রে রয়েছেন পায়েল দে এবং ঋষি কৌশিক। প্রায় আড়াই বছর পর কেন্দ্রীয় চরিত্রে পর্দায় ফিরছেন অভিনেত্রী পায়েল। প্রকাশ্যে এল ধারাবাহিকের নতুন প্রোমো। প্রোমোতে দেখা যাচ্ছে প্রথমবার নার্সিংহোমে আনন্দীর (পায়েল দে) সঙ্গে দেখা হবে চিকিৎসক অনুভবের (ঋষি কৌশিক)। নতুন প্রোমোতে ঋষি কৌশিকের কথা বলার ধরন, লুক দর্শককে মনে করিয়ে দিলেন ১১ বছর আগের ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’এর ডাক্তার উজানকে। একই চেহারা, একই কথা বলার ধরন, গাম্ভীর্যর মধ্যে দর্শক খুঁজে পেল হারিয়ে যাওয়া উজানকে। ঋষি কৌশিককে ফের একবার চিকিৎসকের চরিত্রে দেখে মন্তব্য বক্সে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেন। পায়েল ও ঋষি ছাড়াও ধারাবাহিকে দেখা যাবে সোহিনী সেনগুপ্ত, অনিন্দ্য সরকার, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায় সহ টেলিপাড়ার অনেক পরিচিত মুখকে। সম্পর্কের টানাপোড়েনের গল্প এবং পরিস্থিতি পালটে গেলেও একটি মেয়ের ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে আসছে নতুন ধারাবাহিক ‘সোনা রোদের গান’। নতুন বছরের জানুয়ারি মাস থেকে শুরু হবে এই ধারাবাহিক।