'ঋতুদার আজ মৃত্যুদিন, ঋতুদার সম্পর্কে কিছুকথা ভয়েস রেকর্ডে পাঠাও প্লিজ', ৩০ মে ২০২৩-এ ঋতুপর্ণ ঘোষের মৃত্যুবার্ষিকীর সকালে হোয়াটসঅ্যাপে এমনই মেসেজ পান সুদীপ্তা চক্রবর্তী। যেখানে নাকি প্রেরকের নাম উল্লেখ ছিল না। আবার সুদীপ্তাও তাঁকে চেনেন না। তবে অজ্ঞাতপরিচয় অভিনেত্রীকে 'তুমি' বলে কেন সম্বোধন করলেন? কেনই বা ঋতুপর্ণ ঘোষক⭕ে 'ঋতুদা' বললেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন 🐻জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
ফেসবুকের পাতায় এধরনের মেসেজ নিয়ে বেশ বিরক্তি ধরা পড়েছে সুদীপ্তা চক্রবর্তীর লেখায়। ঠিক কী লিখেছেন তিনি? সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন, তাঁকে কোনও এক সাংবাদিক নাকি এমন মেসেজ পাঠান। তিনি শুধু সাংবাদিকের মেসেজেই বিরক্ত নন, বর্তমান সময়ে কিছু সাংবাদিকের সাংবাদিকতা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন। প্রশ্ন তুলেছেন ভুল বানান নিয়েও। তবে তিনি এটাও লিখেছেꦺন, ‘শিক্ষিত, dedicated, sincere সাংবাদিকদের, যাঁদের সঙ্গে কথা বলে অদ্ভুত আরাম পাই, যাঁদের লেখা পড়ার জন্য উদগ্রীব হয়ে থাকি, তাঁদের এই তালিকা থেকে বাদ রাখলাম অবশ্যই।’
সুদীপ্তা চক্রবর্তীর এই পোস্টে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সকলেই তাঁদের নিজেদের মতামত তুলে ধরেছে🔯ন। প্রসঙ্গত, ঋতুপর্ণ ঘোষের 'বাড়িওয়ালি' ছবিতে 'মালতী' চরিত্রের জন্𓄧য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছিলেন সুদীপ্তা চক্রবর্তী। তবে শুধু 'বাড়িওয়ালি' নয়, বহু ছবিতেই সুদীপ্তা চক্রবর্তীর অভিনয় বাঙালি সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটেছে। শুধু বড় পর্দা নয়, মঞ্চেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।
বেশ কয়েকবছর আগে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্বীকার করে নিয়েছিলেন, তিনি ঋতুপর্ণ ঘোষকে, তাঁর বকুনিকে ভীষণ ম🌞িস করেন। জানিয়েছেন সকাল ৬টা সওয়া ৬টা নাগাদ পরিচালকের সেই ফোনকল তিনি মিস করেন। হয়ত কোনও কাজে রাজি হয়েছেন, যেটা হওয়া উচিত হয়নি, কিংবা কোনও সাক্ষাৎকারে ভুল কথা বলেছেন, যেটা বলাও উচিত হয়নি, এসব ঋতুপর্ণ ঘোষের চোখে পড়লে পরিচালক তাঁকে বকুনি দিয়েছেন। সুদীপ্তা জানিয়েছিলেন, পেশাগত, ব্যক্তিগত জীবনের বহু সমস্যায় তিনি তাঁর 'ঋতুদা'কে পাশে পেয়েছেন, তাঁপ পরামর্শ পেয়েছেন।
সুদীপ্তা চক্রবর্তী সেই সাক্ষাৎকারে বলেছিলেন, ঋতুপর্ণ ঘোষ শুধু ভালো পরিচালকই নন, ভীষণ ভালো চিত্রনাট্যকার। ওইরকম চিত্রনাট্য হাতে পেলে অন্য পরিচালকও ভালো ছবি বানাতে পারবেন বলে মত প্রকাশ করেছিলেন সুদীপ্তা। পাশাপাশি, ঋতুপর্ণ ঘোষের সৃজনশীলতারও প্রশংস💦া করেছিলেন সুদীপ্তা চক্রবর্তী।