গত ১৯ অক্টোবর কলকাতায় শ্রেয়া ঘোষালের কনসার্ট ছিল। সেই শোয়ের সঞ্চালনা করেন আরজে তথা অভিনেতা সোমক ঘোষ। আর সঞ্চালনার সময়ই তিনি শ্রেয়া ঘোষালের জন্য লিখে আনা একটি খোলা চিঠি পাঠ করে শোনান। কী লিখেছিলে🏅ন তিনি সেই চিঠিতে?
আরও পড়ুন: ডায়াবিটিসের ওষুধে ওজন ঝরিয়েছেন করণ? গুজব রটতেই বললেন, ‘ভালো খাওয়া-দাওয়া 𝄹করে সুস্থ থাকি’
কী লিখেছেন সোমক তাঁর চিঠিতে?
এদি﷽ন সোমক ঘোষ তাঁর সেই চিঠি পাঠের একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে সেই চিঠিতে কী কী লেখা ছিল𒊎 সেটাও লিখে দেন। সেখান থেকেই জানা যায় তিনি এদিন শ্রেয়া ঘোষালকে জীবন্ত কিংবদন্তির তকমা দেন।
সোমক ঘোষ তাঁর চিঠিতে এদিন লেখেন, 'শ্রেয়া ঘোষালকে মঞ্চে ডাকবো কীভাবে, এর উত্তর পাচ্ছিলাম না। পরে মনে হল, একটা চিঠি লিখলে কেমন হয়? পুরো লেখাটা নিচে দিলাম । পড়ে জানাবেন: আমাদের শহরে এখন আবহাওয়া পরিবর্তনের সময় । প্রচণ্ড গরম, ঝেঁপে বৃষ্টি, জমাজল, ঘামে ভেজা সকাল সন্ধ্যে পেরিয়ে এবার আস্তে আস্তে একটু স্বস্তির মরশুম… তবে তুমি যখন এসেছো তখন এটা ভালোবাসার মরশুম। বলতেই হচ্ছে যে আমি ♉তো আমাকে হারিয়েছি বাঁকে রূপকথা আনাচ কানাচ। আঙুলের কোলে জ্বলে জোনাকি, কান পেতে তোমায় শোনা বাকি! আজ মনের মেজাজ অন্যরকম- কিছু স্বপ্ন কিছু মেঘলা কিছু বই টই ধুলো লাগা, কিছু ইচ্ছে সাড়া দিচ্ছে এই বসন্ত রাত জাগা!' তিনি আরও লেখেন, 'তবে এমন একটা সন্ধ্যের জন্যে রাত জাগতে অসুবিধে নেই । তাই আজ যখন উঠছে জেগে সকালগুলো, পাশ ফিরে মন আবার শুয়ে পড়েনি… তৈরি হতে শুরু করে দিয়েছিল এখানে উপস্থিত হবার জন্য… এমন একজন মানুষকে দেখার জন্য যিনি একজন জীবন্ত কিংবদন্তি। রামপ্রসাদের গানে আছে- এমন মানবজমিন রইল পতিত আবꦗাদ করলে ফলত সোনা- এর রক্তমাংসের প্রমাণ তুমি । তাই আজ প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে।'
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক𓆉্তি লেখেন, 'লেখাটার তুলনা নেই, একটা স্বাগতম এভাবেই হয়তো হতে পারে।' আ☂রেকজন লেখেন, 'খুব সুন্দর, শুধু বসন্ত রাত জাগা এটা গানের লাইন হিসেবে ঠিকই আছে কিন্তু আমরা এখন হেমন্তে আছি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'শ্রেয়ার জন্য এর থেকে শ্রেয় কিছু হতে পারে না।'