🌼সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় নাম জড়িয়েছিল। তবে সেসব এখন অতীত, পুরনো বিতর্ক ভুলে নতুন করে কাজ শুরু করেছিলেন রিয়া চক্রবর্তী। গত সিজনের মতো অ্যাডভেঞ্চার রিয়েলিটি শো রোডিজের সিজন ২০তেও তাঁকে দেখা যাবে।
♕বিগত দুই দশকে রোডিজ শুধুমাত্র একটি রিয়েলিটি শো নয় বরং একটা সাংস্কৃতিক বিপ্লবে পরিণত হয়েছে, যা ভারতের যুব-সমাজকে অন্যভাবে ভাবতে শিখিয়েছে। তাঁদের স্বপ্ন উচ্চাকাঙ্ক্ষাকে নতুন রূপ দিয়েছে৷
আরও পড়ুন: 🎃‘রণবীরের শয্যাসঙ্গী… অ্যানিম্যাল মুক্তির পর ২-৩দিন ধরে শুধুই কেঁদেছি’, কেন বললেন তৃপ্তি দিমরি
🎐রিয়া চক্রবর্তী এই রোডিজেই এবার ডাবল ক্রসের তৃতীয় গ্যাং লিডার হিসাবে যোগ দিয়েছেন। আগের সিজনেও তিনি ছিলেন। তাঁর গ্যাং থেকে এক প্রতিযোগী ভাশু আগেরবার বিজয়ী হয়েছিলেন। রিয়ার নেতৃত্ব যে ফেলনা নয় তা নায়িকা প্রমাণ করে দিয়েছিলেন। তাঁর লেডি বস ভাবমূর্তি এবং তাঁর দলকে তিনি যেভাবে অনুপ্ররণা জুগিয়ে ছিলেন তা তাঁকে প্রতিযোগী এবং দর্শক উভয়ের কাছেই প্রশংসিত করে তুলেছিল তাঁকে।
👍এবার রোডিজে প্রথম দুই গ্যাং লিডার প্রিন্স নারুলা এবং নেহা ধুপিয়া ছিলেন। প্রিন্স নারুলা আর রোডিজ সমার্থক। কারণ সব সিজনেই ওঁকে দেখা যায়। একজন প্রতিযোগী হিসাবে তিনি রোডিসের যাত্রা শুরু করে ছিলেন। এরপর, প্রিন্স এখন গ্যাং লিডার হিসাবে আসেন। তাঁর সঙ্গে যোগ দেন নেহা ধুপিয়াও।
আরও পড়ুন: ꧒বাবা প্রথম জাতীয় পুরস্কার পেতেই আবেগঘন ইয়ামি, লিখলেন, 'তোমায় জন্য গর্বিত'
⛦প্রসঙ্গত, ৫০০ কোটির জালিয়াতির মামলায় রিয়াকে ডেকে পাঠায় দিল্লি পুলিশ। তবে শুধু রিয়া নন, এই মামলায় নাম জড়ায় এলভিশ যাদব ও ভারতী সিং-এরও। অভিযুক্তের তালিকায় রয়েছেন আরও অনেকে।
꧅ঘটনার সূত্রপাত হয় হাইবক্স মোবাইল অ্যাপের কারণে। অভিযোগ গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি টাকা খুইয়েছেন। এই অ্যাপের মাধ্যমে মানুষকে বিনিয়োগ করতে বলে লিগ সুদ সহ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মোট ৫০০ কোটির দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এই অ্যাপ নিয়ে শয়ে শয়ে অভিযোগ জমা পড়ে দিল্লি পুলিশের কাছে। মোট ৩০ হাজার মানুষ প্রতারণার শিকার বলে জানানো হয়েছিল। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় তারকাদের প্রচারমূলক বিজ্ঞাপন দেখেই এই অ্যাপে বিনিয়োগ করেছিলেন অনেকে।
🍸উল্লেখ্য, এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও এনেছিল অভিনেতার পরিবার। সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতারও করা হয় রিয়া চক্রবর্তী ও তাঁর ভাইকে।