করোনা ꦯপরবর্তী বাজারে বেশ ভালোই ফল করল রকি অউর রানি কি প্রেম কাহানি। করণ জোহরের পরিচালনায় ধর꧟্মা প্রোডাকশনের ব্যানারে মুক্তি পায় এই সিনেমা। সোমবার সোশ্যাল পোস্টে করণ জানালেন, ছবি বিশ্বজুড়ে বক্স অফিসে ২০০ কোটির উপর ব্যবসা করেছে। আর সিনেমার সাফল্য উৎসর্গ করে দিলেন ছবির কাস্ট আর ক্রুদের। জানালেন সিনেমা মুক্তির সময় কীভাবে উদ্বেগে ভুগছিলেন। একসময় ভেবেছিলেন, হয়তো তাঁকে আইভি ড্রিপ দেওয়ারও প্রয়োজন হয়ে পড়বে।
করণ জোহর তাঁর সোশ্যাল পোস্টে লিখলেন, ‘সিনেমা মুক্তির আগে আমি বুঝতে পেরেছিলাম যে কোনও সময় আমার আইভি ড্রিপের প্রয়োজন পড়বে। আমি নিজেকেই প্রশ্ন করছিলাম এটা কি ৭ বছরের লম্বা বিরতি নেওয়ার কারণ, নাকি শেষ তিন বছর, নাকি বর্তমান সময়ের অনিশ্চিত বক্স অফিস। কিন্তু ২৮ জুলাই আমাকে শান্তি দেয়, যা কৃতজ্ঞতা আর নিছক আনন্দ ছাড়া আর কিছুই নয়। এই সিনেমা টিম এনার্জি আর ভালোবাসার জ্বলন্ত প্রতিফলন।’ আরও পড়ুন: ‘কোই মিল গ্যয়াꦯ’ বা🐷নাতে রাজি ছিলেন না রাকেশ, কার সাহায্যে বাবাকে রাজি করান হৃতিক?
নিজের 𒁏পোস্টে গল্পের লে🦩খক শশাঙ্ক খৈতান ও সুমিত রায় থেকে শুরু করে পোশাক ডিজাইনার মণীশ মলহোত্রা, কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট-- কাস্ট আর ক্রু-র প্রতিটা সদস্যকে ধন্যবাদ জানান করণ।