এবারের বিশ্𓄧বকাপের প্রতিটা ধাপ সাফল্যের সঙ্গে পেরিয়ে এসেছে ভারত। আর বাকি কেবল একটা মাত্র ধাপ। এটা পেরোলেই তৃতীয়বারের জন্য বꦏিশ্বকাপ আসবে দেশে। তার আগে ১৯ নভেম্বরের আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ নিয়ে চড়ছে পারদ। বাড়ছে উন্মাদনা। তার আগেই আমদাবাদের একটি রেস্তোরাঁয় দেখা গেল রোহিত শর্মাদের।
আমদাবাদের রেস্তোরাঁয় রোহিত শর্মারা
১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। ২০০৩ এর পর এবারের বিশ্বকাপে আবারও ভারতের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। সেবারের হারের বদলা টিম ব্লুজ নিতে পারে কিনা সেটার দিকেই মুখিয়ে রয়েছে। এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। এবারের বিশ্বকাপে একটি ম্যাচ হারেনি রোহিত শর্মার টিম। ফলে এই দলকে নিয়ে দেশবাসীর প্রত্যাশা অনেকটাই বেশি। ফলে রবিবারের ম্যাচ নিয়ে যেমন উন্মাদনা আছে তেমনই আছে চাপ। আর সেই চাপ কাটাতে ম্যাচের দুদিন আগে🍒 আমদাবাদের রেস্তোরাঁয় দেখা গেল রোহিত শর্মা, তাঁর স্ত্রী, রাহুল দ্রাবিড় এবং শ্রেয়স আইয়ারকে।
আরও পড়ুন: জল থইথই ভালোবাসা ছোটবেꦇলায় ফিরিয়ে দিল অপরাজিতাকে! লীনাকে ধন্যবাদ জানিয়ে কী লিখলেন কোজাগরী?
বিশ্বকাপে🎶র ফাইনাল শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেই খোশমেজাজে রেস্তোরাঁয় ধরা পড়ল ভারতীয় টিমে꧑র ক্যাপ্টেন সহ কয়েকজন সদস্য। এদিন রোহিতকে কালো টিশার্ট, একটি বক্সার এবং টুপি পরে রেস্তোরাঁয় আসতে দেখা যায়। অন্যদিকে রিতিকার পরনে ছিল সাদা টপ। শ্রেয়স আইয়ার অল ব্ল্যাক লুকে ধরা দেখা গেল তাঁকে। এই দুই তারকা প্লেয়ারের সঙ্গে ছিলেন কোচ রাহুল দ্রাবিড়ও।
কে কী বলছেন?
সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এই ভিডিয়োতে অনেকেই তাঁদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আশা করব ওঁরা ভীষণ ভালো সময় কাটিয়েছেন।' কেউ আবার লেখেন, 'শ্রেয়সকে দারুণ লাগছে 𝔍দেখতে।'
বিশ্বকাপের ফাইনাল
আগামী রবিবার ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। এদিনের এই ম্যাচের জন্য ইতিমধ্যেই আমদাবাদে পৌঁছে গিয়েছে দুই ক্রিকে𓃲ট টিম।