ছোট পর্দার এই মুহূর্তের জনপ্রিয় হিরোদের তালিকায় বর্তমানে প্রথম সারিতেই নাম আসে রুবেল দাসের। সদ্য শেষ হয়েছে তাঁর নিম ফুলের মধু ধারাবাহিকটি। আর সেটি শেষ হতে না 🌌হতেই, তুই আম🔴ার হিরো-র কাজ শুরু করেছেন।
এর মধ্যে রুবেলকে ট্রোল করেন এক ব্যক্তি। জি বাংলার অফিসিয়াল পেজে সোনার সংসার অ্যাওয়ার্ডে রুবেলের নাচের এক💫টি প্রোমো পোস্টে অভিনেতাকে নিয়ে পড়ে একটি নেতিবাচক মন্তব্য। আর দেখা যায়, সেটি চোখে পড়েছে অভিনেতার নিজেরও। যদিও কুরুচিকর আক্রমণে শালীনতার মাত্রা ছাড়াননি তিনি মোটেও। বরং বেশ মিষ্টি করেই, জবাব দিয়েছেন ট্রোল করা ব্যক্তিকে।
দিব্যেন্দু 💟দাস নামের সেই ব্যক্তি লেখেন,ඣ ‘অবলি গলির ছেলেরা এর থেকে ভালো নাচে। চকমকে পোশাক পরলেই কি নাচ ভালো হয়?’ আর সেখানে রুবেল লিখলেন, ‘দিব্যেন্দু দাস, আপনি আমার থেকে বয়সে বড়, আশীর্বাদ করবেন যেন, আরও ভালো করে নাচতে পারি।’
দেখুন-

বলে রা꧑খা ভালো, রুবেলের নাচ শুরু অভিনয়ের অনেক আগে থেকেই। ‘ডান্স বাংলা ডান্স’-এ বিজয়ী ছিলেন তিনি। এরপরই তাঁর অভিনয়ে আসা। এমনকী, নাচের জন্য মুম্বইতেও গিয়েছিলেন। ডান্সার হওয়ার স্বপ্নই আসলে ছিল চোখে, তারপর ঘটনাক্রমে নায়ক হিসেবে খ্যাতি আসে। আর তাই সুযোগ পেলেই, নাচের সুযোগ ছাড়েন না রুবেল। তা সে নিজের বিয়ে হোক, বা👍 সিরিয়ালের কোনো দৃশ্য।
আরও পড়ুন: শুনতে না পেলেও, নেচে ডান্স বাংলা ডান্সে ঝড় তোলেন ব্যারাকপুরের পূজা, কার কাছে ꦡনাচ শে⛎খেন তিনি
‘ভানুমতির খেল’ দিয়ে ছোট পর্দায় ডেবিউ করেন রুবেল। এরপর পরপর কাজ, আর কখনো ফিরে তাকাতে হয়নি। বর্তমানে অভিনেতাকে দেখা যাচ্ছে তুই আমার হিরো ধারাবাহিকে মোহনা মাইতির বিপﷺরীতে। সেখানে এক রিয়েল লাইফ সুপারস্টার ও একটি সাধারণ মেয়ের ভালোবাসা-বিয়ে-সংসারই দেখানো হবে।শুরু হয়েছেগত সপ্তাহে। আর এর মধ্ꦿযেই দর্শকদের প্রশংসা পাচ্ছেজি বাংলায় সম্প্রচার হওয়া ধারাবাহিকটি।
কদিন আগে নতুন সংসারও শুরু করেছেন রুবেল দাস। যমুনা ঢাকি করার সময় প্রেমে পড়েন 🎉শ্বেতা ভট্টাচার্যের। চলতি বছরেরজানুয়ারি মাসের ১৯ তারিখে ঘোরেন সাত পাকে।