সালটা ছিল ২০২২-এর সেপ্টেম্বর মাস। বিনোদিনীর বেশে চমকে দিয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। জানা যায় পরিচালক রামকমল মু🦩খোপাধ্যায়ের হাত ধরে আসছে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। আর তাতেই বিনোদিনী হচ্ছেন রুক্মিণী। তারপর দীর্ঘ সময় লুক নিয়ে নানান পরীক্ষানিরীক্ষার পর অবশেষে কাজ শুরু হয়। ২০২৩-এর মার্চে শেষ হয়েছিল ছবির শ্🃏যুটিং।
ব্য়াস, ওই পর্যন্তই। তারপর দীর্🐟ঘ সময় কেটে গেলেও ছবি কবে মুক্তি পাবে তা জানা যায়নি। বহু দিন ধরে রুক্মিণীর এই ছবির প্রতীক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা। সকলেই রামকমলের এই ম্যাগনাম ওপাস-এর মুক্তি কবে তা জানতে চান।
তবে এবার সময় হয়েছে। সামনে এসেছে রামকমলের এই ছবি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। TollyBangla Box-Office-এর পোস্ট থেকে জানা যাচ্ছে, লোকসভা ভোটের পর মুুক্তি পাবে ‘বিনোদিনী﷽: একটি নটীর উপাখ্যান’। ছবির পোস্টার শেয়ার করে TollyBangla Box-Office-এর ফেস🍰বুকে লেখা হয়েছে 'রুক্মিণী মৈত্র অভিনীত 'বিনোদিনী' অবশেষে আসতে চলেছে। সিনেমার পোস্ট প্রডাকশনের কাজ প্রায় শেষের দিকে। শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনের পর 'বিনোদিনী' মুক্তি পাবে। অর্থাৎ মে-জুন মাস নাগাদ রিলিজ হতে চলেছে এই বহু প্রতিক্ষিত সিনেমাটি।'
আরও পড়ুন-লন্ডন থেকে মেকআপ, তিরুপতি থেকে চুল, র𒁃ুক্মিণীকে বিনোদিনী সাজানো সহজ ছিল না…
আরও পড়ুন-পায়ে কালশিটে, ঘুঙুরে কত যে পাজামা 🔜ছিঁড়েছে,🃏 কিন্তু আমি এখন বিনোদিনী : রুক্মিণী
প্রসঙ্গত, রামকমলের এই ছবিতে বিনোদিনী হয়ে উঠতে কিছু কম কাঠখড় পোহাতে হয়নি রুক্মিণী মৈত্রকে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কাছে বিশেষ প্রশিক্ষণꦐ নিয়েছেন তিনি। নিয়মিত নাচের তালিমও নিয়েছেন। এবিষয়ে এর আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছিলেন, তিনি বিরজু মহারাজের শিষ্য সৌভিক চক্রবর্তীর কাছে কত্থক শিখেছেন। এছাড়াও তাঁর ক্লাসিক্যাল ডান্সের গুরুজি ছিলেন নৃত্যশিল্পী মনীষা বসু। শুধু তাই নয়, বিনোদিনী হয়ে উঠতে অন্য সব পোশাক ছেড়ে সেই মুহূর্তে শুধু শাড়ি পরছিলেন রুক্মিণী।
সেই নাচের প্রশিক্ষণ নিতে গিয়ে একসময় পায়ে কালসিটে পরেছিল রুক্মিণীর। অভিনেত্রী আমাদের বলেছিলেন, ‘চোট তো আছেই, নাচতে নাচতে পায়ে এখন কালসিটে𒆙 তে ভর্তি, ঘুঙুর পরে নাচতে গিয়ে কত যে পাজামা ছিঁড়েছে, তা আর কীই বা বলব… ।’
জানা যায়, পরিচালক রামকমল মুখোপাধ্যায় এই ছবিতে ‘বিনোদিনীর যুগকে পুনর্নির্মাণ করেছেন।' জানা যায়, বিনোদিনীর লুকটি সঠিক ভাবে গড়ে তুলতে লন্ডন থেকে 🅰আনা হয় একটি বিশেষ ফেস টোনার। বিনোদিনী হিসাবে রুক্মিণীর চুল বাড়াতে তিরুপতি মন্দির থেকে আনা 𝐆হয়েছিব আসল চুল।