মাত্র কয়েকদিনের ব্যবধানে অনুষ্ঠিত হল দুটি শো। আর দুটি শোতেই উপচে পড়েছে ভিড়। রূপম ইসলাম এবং ফসিলস মানে বহু মানুষের কাছে আবেগ। কিন্তু সবসময় সবার পক্ষে টিকিট কেটে অনুষ্ঠান দেখতে যাওয়ার সুযোগ হয় না। তাই এমন অবস্থায় যখন ওপেন টু অল শোয়ের আয়োজন করা হল সেখানে পছন্দের গায়ককে সামনে থেকে এক ঝলক দেখতে উপচে পড়েছিল ভিড়। এক জায়গায় (মধ্যমগ্রাম) সময়ের আগে বন্ধ করে দেওয়া হয় শো। আরেক জায়গায় (দমদম) গেট বন্ধ করে দেওয়া হয়। ফলে ꦚঅনেক মানুষই ভিতরে ঢুকতে পারেন না। ভিড়ের ঠেলায় দুই জায়গাতেই পথ অবরুদ্ধ হয়ে যায়। চলে লাঠিচার্জ। এবার গোয়া ঘটনা নিয়ে মুখ খুললেন শিল্পী স্বয়ং। ফেসবুকে কী লিখলেন রূপম ইসলাম?
ফেসবুকে কী লিখলেন রূপম ইসলাম?
রূপম ইসলাম এদিন তাঁর পোস্টে লেখেন, 'আমি আমার গত পোস্টের নীচের মন্তব্যগুলো পড়েছি। কিছুজনের লেখা পড়ে মনে হয়েছে, ‘প্রবেশ অবাধ’— এটা লিখে🍷 যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তার জন্যই প্রচুর মানুষের দুর্ভোগ ঘটেছে। কিন্তু এই বিজ্ঞাপনটি আমি দিইনি। এটি দিয়েছিলেন অনুষ্ঠানের আয়োজক। আমি যেহেতু সেটিকে বিকৃত করতে পারব না, ‘প্রবেশ অবাধ’ বলা থাকলে ‘প্রবেশ অনাবাধ’ লিখতে পারব না, তাই জন্যই ‘প্রবেশ অবাধ’ লেখা হয়েছিল। সঙ্গে ছিল আরেকটি কথা— ‘অনুষ্ঠানস্থল পরিপূর্ণ হয়ে যাওয়া পর্যন্ত’। এইটি ছিল আমার সংযোজন। দেখা যাচ্ছে, এতে কাজ হয়নি। ফলে এবার আমায় এমন কিছু করতে হবে, যাতে কাজ হয়।'
আরও পড়ুন: বিপুল ভোটে বাংলাদেশ নির্বাচনে পরাজয় মাহিয়া মাহি-হিরো🍃 আলমের, ক☂ী অবস্থা ফেরদৌসদের?
আরও পড়ুন: বছরের শুরুতেই নতুন সম্পর্কে জড়ালেন দেবচন্দ্রিমা! ব্যাপ♛ারটা কী?
তিনি এদিন আরও লেখেন, 'অন্য এক শিল্পীর নাম করে উল্লেখ করা হয়েছে যে, তিনি নাকি তাঁর টিম পাঠিয়ে দেন, অনুষ্ঠান করবার আগে সেই জায়গায় দর্শক আসবার মতো জায়গা আছে কি না দেখবার জন্য। সেই বিশেষ শিল্পীর পারিশ্রমিক আমার পারিশ্রমিকের চেয়ে অন্তত দশগুণ বেশি। এ রকম একটি করিৎকর্মা টিম তিনি পোষণ করতেই পারেন। আমার বর্তমানে সেরকম কোনও টিম নেই। তাহলে আমি কি ‘প্রবেশ অবাধ’ লিখব, নাকি লিখব না? আরও বাড়িয়ে ভাবলে এটাও আলোচনা করতে পারা যায়— তাহলে অনুষ্ঠান করব, নাকি করব না? নাকি আগে তাঁর টিমের মতো একটি টিম তৈরি করব, তারপর অনꦇুষ্ঠান করবার কথা ভাবব? সেক্ষেত্রে আমায় কিছুদিনের জন্য অবসর নিতে হবে।'
পরিশেষে তিনি বলেন, 'প্রবেশ অবাধ’— আবার বলি— এটা কিন্তু আমার তরফ থেকে কোনও বিজ্ঞাপন ন𝕴য়। এটা আয়োজকদের বলা কথা। তবে আমি যেটা🌳 করতে পারি, ‘প্রবেশ অবাধ’ লেখা থাকলে আমার তরফ থেকে বলা যেতে পারে— আপনারা আসবেন না। আমি এইভাবেই লিখে দিতে পারি— ‘প্রবেশ অবাধ। সুতরাং, চোটআঘাত লাগতে পারে। আপনারা আসবেন না।’
আরও পড়ুন: বক্স অফিসে অদম্য ‘অ্যানিম্যাল’, ৫৫০ কোটি টপকে জওয়ানের ঘাড়ে নি🌌শ্বাস ফেলছে রণবীরের ছবি
কে কী বলছেন?
অনেকের শিল্পীর পোস্টে মন্তব্য 🎃করেছেন। এ🌌ক ব্যক্তি লেখেন, 'চাঁচাছোলা। এবং টু দ্য পয়েন্ট। অ্যাজ অলওয়েজ।' আরেকজন লেখেন, 'দোষ আপনার নয়। দোষ আয়োজকদের। তাঁরাই ঠিক করে সবটা ম্যানেজ করতে পারেননি।'