গত অক্টোবর মাসেই সাতপাকে বাঁধা পড়েছেন রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার। যদিও তাঁদের আইনি বিয়ে ২০২৩ সালেই হয়ে গিয়েছিল। এই ব🐽ছর গাঁটছড়া বাঁধ𒊎ার মাস ঘুরতে না ঘুরতেই আরও এক সুখবর দিলেন তাঁরা। জানালেন সংসারে আসছে নতুন সদস্য।
কী জানালেন রূপসা?
রূপসা এবং সায়নদীপ এদিন তাঁদের সোꦍশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একাধিক ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁরা দুজনেই ঘরোয়া পোশাকে আছেন। গোটা বাড়ি টুনি লাইট এবং নীল গোলাপি বেলুন দিয়ে সাজানো। সামনে রাখা একটি ট্রেতে বাচ্চাদের জুতো, লালাপোস। অভিনেত্রীর হাতে ধরা একটি কেক যেখানে লেখা, 'হবু মা বাবা।' কেকের উপর একটি ঘুমন্ত বাচ্চার পুতুল রাখা।
এই ছবিগুলো পোস্ট করে সায়নদীপ লেখেন, 'আহেম, আহেম! আশা করি সবাই চলে এসেছেন এখানে। এবার থেকে প্রতিটা চিলড্রেনস ডে আমাদের জন্য খুবꦯ বিশেষ হতে চলেছে কারণ আমাদের জুনিয়র আমাদের সঙ্গে থাকবে। রূপসায়ন গোটা জীবনের জন্য। জুনিয়র আসছে শীঘ্রই। আমাদের আশীর্বাদ, শুভ কামনা, ভালোবাসা দেবেন।' স্বামীর এই পোস্টে ইভিল আই ক𝔍মেন্ট মন্তব্য করেছেন রূপসা।
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'এই জন্যই ডিসেম্বর থেকে বিয়ের দিন সরিয়ে অক্টোবরে করা।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এখনও সমাজে সোশ্যাল বিয়ের আগে মা হওয়াটা একটা বির♚াট ইস্যু অনেকে♎র কাছেই। বাহ! বুদ্ধি আছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'শুভেচ্ছা নেবেন। ভালো থাকবেন তিনজনেই।'
আরও পড়ুন: 'বিশ্ব ন্যাকা, কচি খুকি শুনে ...' শিশুসুলভ আচরণের জন্য ট্রোল🦄্ড! কটাক্ষের জবাবে অপরাজিতা লিখলেন ...
রূপসা কী জানিয়েছেন মাতৃত্ব নিয়ে?
টিভি ৯ বাংলাকে এই বিষয়ে দেওয়া সাক্ষাৎকারে রূপসা জানিয়েছেন, 'সবাই শুভেꦦচ্ছা জানিয়েছেন দেখে আমরা খ𒀰ুবই আনন্দিত। এই সুখবর দেওয়ার জন্য শিশু দিবসকে বেছে নিলাম কারণ এর থেকে ভালো দিন আর কী বা হতে পারে? পরিবারের সবাই খুব খুশি। কিন্তু ওরা চিন্তা করছে যে যদি কেউ নেতিবাচক মন্তব্য করেন। কিন্তু আমরা ঠিক করেছি আমরা কোনও কমেন্ট পড়ব না এই পোস্টের।'