কলকাতাবাসী যখন দুর্গা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই নিজের বিয়🥀ে নয়ে ব্যস্ত এই বাঙালি অভিনেত্রী। এই অক্টোবরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন রূপসা চট্টোপাধ্যায়। তিনি গলায় মালা দিচ্ছেন সায়নদীপ সরকারের। মহালয়ার পরদিন ৩ অক্টোবরে হবে শুভকাজ। আপাতত সোশ্যালে প্রি ওয়েডিংয়ের ছবি শেয়ার করে চলেছেন হবু দম্পতি।
গত বছর ডিসেম্বরে রেজিস্ট্রি ম্যারেজ করেন রূপসা আর সায়নদীপ। তবে এবার সামাজিকভাবে বিয়ের অনুষ্ঠান করার পালা। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের কার্ড শেয়ার করেছিলেন রূপসা। যেখানে তাঁর মায়ের একটি ছবি ছিল, আর সಞঙ্গে বিয়ের আমন্ত্রণপত্র। সেখানে একটি মিষ্টি ক্যাপশন, ‘আমার বিয়ের কার্ড! আমার স্বপ্ন! সব সেট! শাদি ইনকামিং। দারুণ উত্🌜তেজিত।’
আরও পড়ুন: ভুয়ো নথি নিয়ে ভারতে থাকা বাংলাদেশি অভিনেত্রীর সঙ্গে ‘পর্ন ব্যবসা’ রাজ কুন্দ্রাꦯর?
বেশ কিছুদিন ধরেই সায়নদীপ সরকারের সঙ্গে সম্পর্কে আছেন রূপসা। দম্পতি সোশ্যাল মিডিয়াতেও বেশ খুল্লামখুল্লা দিতেন প্রেমের ছবি। একবার মিডিয়াকে রূপসা জানিয়েছিলেন, কমন ফ্রেন্ডের মাধ্যমে একে-অপরের সঙ্গে আলাপ হয়েছিল রূপসা আর সায়নদীপের। তারপর সেখান থেকে বন্ধুত্ব আর প্রেম। আপাতত আইনি বিয়ের ১ বছর পর, দুজনে সামাজিকভাবে বিয়ে করতে প্রস্তুতꦰ।
আরও পড়ুন: উঠে গিয়েছে ডা༒লহৌসির হোটেল, নিউটাউনেও নাকি লো🌌ক নেই! হেঁশেল নিয়ে কোথায় গেল নন্দিনী
এর আগে দিদি নম্বর ১-এ এসে রূপসাকে বলতে শোনা গিয়েছিল, বিয়ের পাশাপাশি একদিন মেহেন্দি, একদিন সঙ্গীত, একদিন গায়ে হলুদ। বউভাত ঘরোয়া ভাবে হবে। বর্তমানে💛 জোকায় থাকেন রূপসা নিজের মা-বাবার সঙ্গে। আর শ্বশুরবাড়ি হবে সালকিয়াতে। বিয়ের পর 🎃‘শাটেল ককের’ মতো এখানে-ওখানেই করার প্ল্যানই রয়েছে। তারপর মাঝামাঝি কোথাও ফ্ল্যাট কিনে নেবেন। আপাতত জমিয়ে খাচ্ছেন আইবুড়ো ভাত। সেই ছবিও জমিয়ে চলছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার। আপাতত বিয়ে অবধি নতুন কোনো কাজও নিচ্ছেন না হাতে।
আরও পড়ুন: মা কি ডাল হোক বা মোমো, আশা ভোঁসলের রান্না জিভে আনবে জল! কেন হয় রাঁধুনি হওয়ার 🦂শখ
১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিনই আইনি বিয়ে সারেন তাঁরা। ‘এনগেজমেন্ট’-এর দিন সাদা গাউনে সেজඣেছিলেন। গঙ্গার ধারে ꦺএক হোটেলে বসেছিল তাঁদের ‘এনগেজমেন্ট পার্টি।’