যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা ভোট জিতে নিয়েছেন সায়নী ঘোষ। এখন✨ দিল্লি যাওয়া শুধু সময়ের অপেক্ষা। গত কয়েক বছর ধরেই রাজনীতিতে নিজ🐼েকে সমর্পণ করেছেন সায়নী। বিধানসভা ভোটে হার এলেও, দলের কাজ থেকে নিজেকে সরাননি। ফলত মমতা-অভিষেকের মন তো জিতেছিলেনই, সঙ্গে বাংলার মানুষের ভালোবাসাও কোড়ালেন। যাদবপুরের মতো কেন্দ্র থেকে আড়াই লাখের বেশি ভোটে জয় মুখের কথা নয়।
মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে একটি ফোটো শেয়ার করে নিলেন সায়নী। তাতে দেখা গেল প্রয়াত মায়ের ছবি হাতে রেখেছেন তিনি। অভিনেত্রীর বাবার হাতে 💝ভোট জয়ের শংসাপত্র। নির্বাচনের ফলাফলের দিন সাদা-নীল শাড়ি পরেছিলেন সায়নী। এই ছবির ক্যাপশনে লিখলেন, ‘মা মাটি মানুষের ভ⛄ালোবাসা। যাদবপুর লোকসভার কাছে ঋণী। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ভালোবাসা ও উৎসাহ দিয়ে গিয়েছেন, তাতে ধন্য। জয় বাংলা।’
কমেন্ট সেকশনে এক নেট-নাগরিক লিখলেন, ‘শুভেচ্ছা! দয়া করে কাজ করবেন’। দ্বিতীয়জন লিখলেন, ‘আশা করছি আপনি যাদবপুরের মানুষদের সুবিধে অসুবিধে লোক সভায় তুলে ধরবেন।’ তৃতীয়জন লেখেন, ‘আশ🔯া করছি তোমায় এলাকায় দেখতে পারব। মিমি দিদিকে শুধু নব দুর্গার উদ্বোধনে দেখা যেত।’
আরও পড়ুন: বাংলায় মমতা-অভিষেকের জয়জয়কার! তৃণমূলের জয়ে সবুজ হৃদয়ে সৌমিতৃষা, খুশি মিঠাই🌊-রানি
জানা গিয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সায়নীর প্রাপ্ত ভোট সাত লাখ সতেরো হাজার আটশো নিরানব্বই ভোট (৭,১৭,৮৯৯)। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের প্রাপ্ত ভোট চার লাဣখ উনষাট হাজার ছয়শো আটানব্বই (৪♑,৫৯,৬৯৮)। আর তিনে বামনেতা সৃজন ভট্টাচার্য, প্রাপ্ত ভোট দুই লাখ আটান্ন হাজার সাতশো বারো (২,৫৮,৭১২)।
আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডা𒉰রের ফলাফল…’, ফের ‘শূন্য’ লাল, কী লিখলেন শ্রীলেখা মিত্র সোশ্যালে
একসময় লাল দুর্গ হিসেবে ধরা হত যাদবপুরকে। যা ꦏভেঙেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে এখন এটি সবুজ দুর্গেই পরিণত হয়েছে। সেই ধরে রাখলেন সায়নীও। 💖
আরও পড়ুন: বলেছ💎িলেন মোদীকে ভোট নয়! ফল ঘোষণার পর রাহুলকে ‘বাজিগর’ 🌱তকমা পরম ঘরণীর, কী লিখলেন পিয়া?
দেব থেকে রচনা, জুন মালিয়া থ▨েকে শত্রুঘ্ন সিনহা, তৃণমূলের সব তারকা প্রার্থীই এদিন হেসেছে জয়ের হাসি। সিপিএম তো বটেই, বিজেপিকেও সাইডলাইন করে দিয়েছে ঘাস ফুল। মোদী ম্যাজিকও কাজ করল না এখানে। মোদী রাজ্যে ২৪টি নির্বাচনী সভা করলেও, ফলাফল শূন্য।