গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সইফ আলি খানের নতুন ছবি 'দেবারা: পার্ট ওয়ান'। গত কয়েকদিন ধরেই ছবির প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেতা। ইন্ডিয়া টুডেকে দেওয়া সেরকমই এক প্রচার মূলক সাক্ষাৎকারে সইফ তাঁর চার সন্তান সম্পর্কে কথা বলেছিলেন। তাঁদের উপর অভিনেতা হওয়ার জন্য কোনও চাপ নেই বলে তিনি জানিয়েছেন। যদিও তাঁদের মধ্যে দু'জন সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান ইতিমধ্যেই বিনোদন জগতের সঙ্গে ভালো মতꦚো জড়িয়ে।
সাক্ষাৎকারে সইফ যা বললেন
অভিনেতা এ প্রসঙ্গে বলেন, ‘একজন ভালো মানুষ বা একজন সফল ব্যক্তি বা দেশের সেবা করেছেন এমন কেউ হওয়ার দিক থেকে পরি꧋বারের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, সিনেমায় তারকা হওয়ার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। অভিনেতা হওয়ার জন্য আমার সন্তানদের উপর কোনও চাপ নেই, যদিও আমি মনে ☂করি এটা খুবই ভালো একটা কাজ।’
আরও পড়ুন: শাহরুখ-কন্যা সুহা♐নার থেকে এই ১টা ব্যাপারে পিছিয়ে, শেষমেশ ম♒ানতেই হল অনন্যা পাণ্ডেকে
তিনি আরও বলেন, 'আমার সন্তানের মধ্যে বড় দু🅘'জন ইতিমধ্যেই অভিনেতা, বা অভিনেতা হতে চায়। কিন্তু টিম (তৈমুর), এক পর্যায়ে বলেছিল যে সে দর্শকদের সামনে একটা লাইন বলার যে টেনশন তা সহ্য করতে পারবে না। আমি বলেছিলাম যে আমি সবটা বুঝতে পেরেছি। ও আমাকে বলে যে ও ওর স্কুলের খেলার জন্য অপেক্ষা করছে। সেখানে যদি আপনি ওকে দেখেন তাহলে ওর কোনও চাপ নেই।'
প্রসঙ্গত, সইফ এর আগে অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়।𒊎 সইফ-অমৃতার দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর সইফ কারিনা কাপুরকে বিয়ে করেন। তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান তাঁদের দুই সন্তান। ২০১৮ সালে 'কেদারনাথ' ছবির মাধ্যমে বলিউডে পা রাখ𝓰েন সারা। কাজল অভিনীত 'সরজমিন' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করতে চলেছেন ইব্রাহিম।
আরও পড়ুন: 'প্রভাস জোকার…', নিজে🐈র করা মন্তব্য নিয়ে পড়েছেন বিপাকে, মুখ খুললেন আরশাদ
সইফ ‘দেবারা: পার্ট ১’ দিয়ে তেলুগু ছবিতে পা রেখেছেন। ছবিতে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। প্যান-ইন্ডিয়া অ্যাকশন ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুর। ছবিটি পরিচালনা করেছেন কর্তালা শিবা♊। তেলুগু, তামিল এবং হিন্দি ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে। দু'দিনের মধ্যেই এই ছবি অভ্যন্তরীণভাবে ভারতীয় মুদ্রায় ১০০ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ভারতীয় মুদ্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করেছে।