১৯ নভেম্বর ছিল সলিল চৌধুরীর জন্মশতবর্ষ। আর এই বিশেষ উপলক্ষ্যে শহরের বুকে এদিন একাধিক জায়গায় তাঁকে নিয়ে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর তারই অন্যতম ছিল টেকনো ইন্ডিয়া নিবেদিত সৌরেন্দ্র-সৌম্যজিৎ জুটির আয়োজিত কনসার্ট। আর সায়েন্স সিটির সেই অনুষ্ঠানে এদিন সুরের ঝড় তুললেন ইমন চক্রব𒐪র্তী, লগ্নজিতা চক্রবর্তী, সোমলতারা আচার্য। ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, দোহার।
সলিল চৌধুরীর ১০০ বছরের জন্মবার্ষিকীর অনুষ্ঠান
সৌরেন্দ্র-সৌম্যজিৎ জুটির আয়োজিত এই ক🌺নসার্টের শুরুই হয় তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন খুদের গান দিয়ে। এরপর একে একে মঞ্চে পারফর্ম করেন সোমলতা আচার্য, ইমন চক্রবর্তীরা। তবে বিশেষ চমক হিসেবে থাকে প্রতিটি গান নিয়ে সলিল চৌধুরীর বলে যাওয়া নানা অজানা কথা, নানা 𓄧তথ্য।
এদিন প্রথমে পারফর্ম করেন সোমলতা আচার্য। তিনি আজ নয় গুনগুন গুঞ্জন সুরে গান। ইমনকে তু𒈔লে ধরতে দেখা যায় কালজয়ী গায়ক, কম্পোজারের প্রতিবাদী সত্তাকে। তিনি গান পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা।
আরও পড়ুন: সোনাগাছির এক পতিতাꦡর খুনকে ঘিরে দ্বন্দ্ব বিক্রম - ঋত্বিকের! কোন পথে আসবে সমাধান?