নেপোটিজম, কথাটির সঙ্গে বলিউডের সম্পর্ক বহুদিনের। মাথায় গডফাদারের হাত না থা🐷কলে বা কোনও ফিল্মি পরিবার থেকে না এলে বলিউডে জায়গা করা যায় না সহজে, এটা প্রায় সকলেরই জানা। তবে ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর এই স্বজনপোষণ ব্যাপারটি নিয়ে তোলপাড় হয়েছিল বলিউড। কিন্তু পরিস্থিতির বদল কোনওদিন হয়নি।
সম্প্রতি দুবাইয়ে আয়ান অগ্নিহোত্রীর মিউজিক অ্যালবাম লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মামা সলমন খান। ইভেন্টে কথায় কথায় যখন সঞ্চালক স্বজনপোষণ কথাটি উচ্চারণ করেন, তখন ব♕িন্দুমাত্র দ্বিধাবোধ করেননি ভাইজান। আয়ানের নতুন ট্র্যাক ইউনিভার্সাল ল লঞ্চের অনুষ্ঠানে সালমান অকপটে স্বীকার করেন স্বজনপোষণের কথা।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ছুটছে ভিকির অশ্বমেধের﷽ ঘোড়া! ৭ দিনে ৩০০ কোটি পার ছাবার, মোট আয় কত?
আরও পড়ুন: ডিভোর্স হতে না হতেই ওমের প্রেমে প⛎ড়লেন প্রিয়াঙ্কা! পাহাড়ে একান্তে জমল প্রেম
সম্প্রতি যে ভিডিয়োটি Reddit নামক সোশ্যাল হ্যান্ডেলে মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে, আয়ানের গ𒁏ান লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন। সঞ্চালক ডিজে ব্লিজ যখন ভাইজানকে আয়ানকে সমর্থন করার জন্য প্রশংসা করꩵেন, তখন অভিনেতা অবিলম্বে বলেন এটাই কি স্বজনপোষণ?
সলমন ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সোহেল খান, আরবাজ খান, নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদি। সকলের উপস্থিতিতে ভাইজান বলেন, আয়ানের বাবা-মা দুজনেই ভালো প্রযোজক। আলিজেহ এবং আয়ান দুজনের জন্যই বাবা-মা অনেক পরিশ্রম করেছেন। এ♔টাই হয়তো স্বজন পোষণ !!
আয়ানের মা হলেন🤪 আলভিরা খান অগ্নিহোত্রী, যিনি সলমন খানের বোন। বাবা অতুল অগ্নিহোত্রীও একজন বড় প্রযোজক। আয়ানের সঙ্গে ইউ আর মাইন গানে জুটি বেঁধেছিলেন সলমন। গানটির সুর দিয়েছিলেন বিশাল মিশ্র।
আরও পড়ুন: 💎আচমকা অসুস্থ রহমানের প্রাক্তন স্ত্র💎ী, কী জানালেন সায়রার আইনজীবী?
আরও পড়ুন: নওয়াজের সঙ্গে স্ক্রিন শেয়ার চিত্রাঙ্গদার, বꦿꦆললেন, ‘উনি বেশ মজার..’,
প্রসঙ্গত, আগামী ইদে মুক্তি পাবে সালমান অভিনীত সিকান্দার। সলমন ছাড়া এই সিনেমায় অভিনয় করবেন কাজল আগরওয়াল, রশ্মিকা মান্দানা, শরমন যোশি এবং প্র🧜তীক বব্বর। সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস।