মেলালেন তিনি মেলালেন। থুড়ি রাখলেন তিনি কথা রাখলেন। কে? পরিচালক মণীশ শর্মা। ‘টাই🐼গার ৩’ মুক্তির আগে যা যা বলেছিলেন সবটা মিলে গেল। ১২ নভেম্বর দীপাবলির দিন মুক্তি পেল সলমন খান অভিনীত ‘টাইগার ৩’। কিন্তু কেমন হল যশরাজ স্প💎াই ইউনিভার্সের নতুন ছবি?
‘টাইগার ৩’ -এর গল্প
অতীত থেকে বর্তমানের সহজ যাতায়াত ফুটে উঠেছে ‘টাইগার ৩’ -এ। জোয়ার গল্প সবাই জানলেও তার ইতিহাস জানা যাবে এই ছবিতেই। জোয়ার বাবার হাতে তৈরি হয়েছিলেন প্রাক্তন আইএসআই অফিসার অতীশ রহমান। কিন্তু একটি দুর্ঘটনায় মারা যান জোয়ার বাবা। তখন তাঁকে আইএসআই এজেন্ট হিসেবে গড়ে পিঠে তোলেন রহমানই। কিন্তু কোথায় আর কেন ছন্দপতন ঘটে তাঁদের সম্পর্কে? কেনই বা আলাদা হয়ে যায় তাঁদের পথ? কীভাবেই বা এই ছবিতে ফের এক হন তাঁরা সবটাই তুলে ধরা হয়েছে গল্পে। তার সঙ্গে জড়িয়ে গিয়েছে ভারত-পাকিস্তানের সম্পর্ক। দুই দেশ শান্তি বজায় রাখতে তৎপর। হিংসার বদলে ব্যবসা বাড়াতে আগ্রহী যখন তখন কীভাবে বিপদ উঁকি দেয়, টাইগার জোয়ার জুটি কী করেই বা 🔯সেই বিপদকে আটকায় সেটা নিয়েই ‘টাইগার ৩’।
আরও পড়ুন: তোয়ালে পরে মারপিট! 'টাইগার ৩'-এর অ্যাকশন দৃশ্য কীভাবে শুট𝓰 করেছিলেন ক্যাটরিনা?
আরও পড়ুন: ভোর ৬টায় টাইগার ৩ এর শো শুনে হতভম্ভ ভাইজান, সলমন বললেন๊, 'আম꧟ি তো নির্ঘাত...'
পাঠান ছবি যখন মুক্তি পায় তখনই সে🦋খানকার সংলাপ থেকে বোঝা গিয়েছিল যে এই ছবিতে শাহরুখ খান ওরফে ‘পাঠান’-এর ক্যামিও থাকবে। হ্যাঁ, কিং খান আছেন। তাঁর এন্ট্রি থেকে টাইগার-পাঠানের যুগলবন্দি থুড়ি একসঙ্গে বꦐিপক্ষের লোকজনকে পেটানো সবটাই এক কথায় ' ওয়াও!'
‘টাইগার ৩’ ম🐭ুক্তির ෴আগে পরিচালক নিজেই বলেছিলেন এই ছবিতে সলমন খানের এন্ট্রি ১০ মিনিটের। ঘড়ির কাঁটা মিলিয়ে দেখিনি, তবে সিনটা যে বেশ লম্বা এবং একাধিক ওয়াও মোমেন্টে ভরা সেটা বলাই যায়। রুদ্ধশ্বাস অ্যাকশনে ভরপুর ছিল গোটা সিন।
কার অভিনয় কেমন লাগল?
দীর্ঘদিন পর টাইগারকে স্বমহিমায় দেখে বেশ লাগল। তবে অ্যাকশনের ক্ষেত্রে এই ছবিতে টাইগারকে কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছেন জোয়া। তাঁদের অনস্ক✱্রিন কেমিস্ট্রি আরও একবার মুꦯগ্ধ করবে সকলকে। অ্যাকশনে ভরপুর এই ছবি। আর প্রতিটা অ্যাকশন দৃশ্যই নজরকাড়া। গাড়ি চেজিং থেকে মারপিট, হেলিকপ্টার থেকে ঝাঁপ কিছুই বাদ যায়নি।