পরনে কালো রঙের স্যুট, ম্যাচিং শার্ট ও টাই, এমন সাজেই দুবাই-এর এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সলমন খান। সেই অনুষ্ঠানে সা🃏ড়ম্বরে স্বাগত জানানো হয় সলমনকে। সেখানেই অনুরাগীদের সঙ্গে কথোপকথনে অংশ নেন সল্লু। ব্যস্ত সময় সূচির🐟 ফাঁকেই এদিন সেখানে হাজির হয়েছিলেন সুপারস্টার।
তবে কি জানে𒊎ন, এই মুহূর্তে সলমন দুবাইতে ঠিক কী কারণে গিয়েছেন?
জানা যাচ্ছে, এই মুহূর্তে দুবাইতে হলিউডের ছবির শ্যুটিং করছেন ভাইজান। হ্যাঁ ঠিকই শুনছেন। হলিউডে ডেবিউ করছেন ভাইজান। ই-টাইমসের প্রতিবেদন অনুসারে, আর্জেন্টিনার ছবি 'সেভেন ডগস'-এর রিমেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি। সৌদি আরবের সেটে অটো চালকের পোশাকে দেখা গিয়েছে তাঁকে। আর শ্যুটিংয়ের সেই মুহূর্ত নেটদুনিয়ায় ফাঁস হয়েছে। আর সেই ভিডিয়ো দেখেই সকলের প্রশ্ন, তবে কি ভাইজান অটো চালকের ভূমিকায় অভিনয় করছে🌺𒉰ন?
অন্যদিকে আরও একটা ছবি হলিউডের সাদা স্যুট পরেও শ্যুটꦰিং করতে দেখা গিয়েছে ভাইজানকে। তাই মনে করা হচ্ছে ছবিতে খুব সম্ভবত দ্বৈত ভূমিকায় দেখা যেতে পারে ভাইজানকে
তবে হলিউডের ছবিতে সলমনের চরিত্র ও ছবির বিষয়ে বিস্তারিত কোনও তথ্য ফাঁস করা হয়নি। জানা যাচ্ছে, একটি আমেরিকান থ্রিলারে অভিনয় করছেন তিনি। সেই ছবিতে ভাইজানের সঙ্গে সঞ্জয় দত্তকেও দেখা যাবে। গত রবিবার সকালে সলমন খানের টিম রিয়াদে পৌঁছয়। তাঁরা টানা তিনদিন শ্যুটিংয়ের জন্যই সেখানে গিয়েছেন বলে সূত্রের খবর। সলমন ও সঞ্জয়, বলিউডের এই দুই তারকাই দুমধ্যপ্রাচ্যের বেশ জনপꦍ্রিয়। আর তাই হলিউডের ছবিতে তাঁদের সেই দৃশ্যগুলি মধ্যপ্রাচ্যের দেশে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-খানিকটা দেবিনা-গুরমিতের মতো! ছেলে෴র বয়স ২ বছরও হয়নি, ফের বাবা-মা হচ্ছেন বৎসল-ঈশ💮িতা
এদিকে সলমন যে মিউজিক লঞ্চের অনুষ্ঠানে যোগ দꦿিতে দুূবাই গিয়েছিলেন, সেই অনুষ্ঠানেরও একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হলিউডের ছবির শ্যুটিংয়ের ফাঁকেই দুবাই-এর মিউজিক লঞ্চের অনুষ্ঠানে পৌঁছে যান ভাইজান। অনুষ্ঠানে সলমনকে UFC চ্যাম্পিয়ন খাবিব নুরꦬমাগোমেদভ এবং রিজওয়ান মাগোমেদভের সঙ্গেও আলাপচারিতায় দেখা গিয়েছে।
এদিকে আগামী ইদে মুক্তি পেতে চলে🥂ছেসলমন খানের ছবি 'সিকন্দর'। এই ছবিতে সলমন ছাড়াও দেখা যাবে রশ্মিকা মান্দানা, কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমন যোশী এবং প্রতীক বব্বরকꦍে। ২০২৫ সালের ২৮ মার্চ মুক্তি পাচ্ছে 'সিকন্দর'।