বলিউডের অন্যতম বড় সুপারস্টার সলমন খান। ত💛বে গত কয়েকবছর ধরে বাজার বেশ ডামাডোল যাচ্ছে তাঁর। ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ব্যর্থতার পর আশার আলো ছিল টাইগার ৩। তবে সেটিও পাঠান বা জওয়ান𓆏ের মতো আয় আনতে পারেনি। বিশ্বব্যপী ৫০০ কোটির গণ্ডিতেই আটকে যেতে হয়েছিল।
টাইগার ৩-এর পরে ভাইজানের পরবর্তী সিনেমা কী হবে, তা নিয়ে দর্শকরা সত্যিই কৌতূহলী। করণ অবশ্য টাইগার-এর প্রচারের সময়তেই জানܫিয়েছিলেন তিনি করণ জোহরের সঙ্গে দ্য বুল নামে একটি ছবিতে কাজ করছেন। এমনকি ডিসেম্বরে মুম্বাইতে শ্যুটিং শুরুরও আভাস দিয়েছিলেন। প্রাথমিক পরিকল্পনা ছিল ২০২৪ সালের ক্রিসমাস উইকএন্ডে এটিকে বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। কিন্তু এখন শোনা যাচ্ছে, বাজেট সমস্যার কারণে তা আপাতত স্থগিত রাখা হয়েছে।
আরও পড়ুন: অভিনয় ছেড়ে রান্নায় মন! সিনেমা থেকে দীর্ঘ বিরতি নিয়ে প্রথমবার মুখ খুল♍লেন শাহরুখ
‘দ্য বুল একটি ব্যয়বহুল সিনেমা। করণ ব্যাক-এন্ড চুক্তিতে সালমান খানক♏ে সাইন করাবেন বলে আশা করেছিলেন, কিন্তু সুপারস্টার অগ্রিম অর্থ দাবি করছেন। সমস্ত হিসাব-নিকাশ করার পরও, করণ সꦬিনেমাটিকে ফ্লোরে নেওয়ার জন্য আর্থিকভাবে যোগ্য মনে করছেন না। তিনি আর্থিক পরিকল্পনার উপর পুনরায় কাজ করার জন্য সলমন খানের কাছ থেকে আরও বেশি সময় চেয়ে নিয়েছেন।’, এক সূত্র দাবি করেছে বলিউড হাঙ্গামার কাছে।
আরও পড়ুন: ‘ভরা থাক ভালোবাসায়’!নীল শাড়িতে বিয়েবাড়ি, সিঁথিতে সিঁদুর কোয়েলের, জড𒀰়িয়ে অরিজিৎ
‘সলমন স্ক্রিপ্ট পছন্দ করেছেন, কিন্তু তাঁকে বোর্ডে আনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। একবার জি🐼নিসগ🅰ুলি কাগজে কলমে হয়ে গেলে, করণ ‘দ্য বুল’ সিনেমাটির একটি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।’, আরও জানিয়েছে সেই সূত্র।
জুমের সঙ্গে একটি সাক্ষাৎকারে সলমন জানিয়েছিলেন, ‘আমি [দ্য] বুল নামে একটি চলচ্চিত্র করছি।♕ তারপর দাবাং আসবে, কিক আসবে, সুরাজের [বারজাতিয়া] ফিল্ম আসবে। ৩-৪টি ছবি আসছেꦫ।’
আরও পড়ুন: ‘এমন না ছেলেদের দেখাতে…’🐽🧜, সরস্বতী পুজো না প্রেম দিবস, কোনটা এগিয়ে রাখলেন মিশমি
দ্য বুলের ব্যাপারে বিস্তারে:
১৯৮৮ সালে মালদ্বীপে হওয়া অপারে🃏শন ক্যাকটাসের নেতা ব্রিগেডিয়ার ফারুক বালসারা-র চরিত্রে অভিনয় করার কথা রয়েছে সলমন খানের। এই অপারেশনে গায়ুম সরকারকে বাঁচিয়েছিল ভারতীয় সেনা। সেই সামরিক অভিযানের পোশাকি নাম ♑ছিল ‘অপারেশন ক্যাকটাস’। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মলদ্বীপ সরকারকে বাঁচাতে আকাশ ও জলপথে হয়েছিল সেনা অভিযান।