রায় পরিবারে শোকের ছায়া। না-ফেরার দেশে সন্দীপ রায়ের শাশুড়ি মা। শনিবার রাতে মৃত্যু হল সন্দীপ রায়ের স্ত্রীর মা, রেখা চট্টোপাধ্যায়ের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। সত্যজিৎ রায় পরিচালিত ‘সোনার কেল্লা’ ছবিতে তোপসের মায়ের চরিত্রে অভিনয়꧑ করেছিলেন রেখা দেবী। মেয়ে ললিতা রায়, সত্যিজিৎ রায়ের পুত্রবধূ। সত্যিজের বেয়ান হওয়ার পাশাপাশি আরও একটা পরিচয় ছিল তাঁর, রেখা ছিলেন ঠাকুর পরিবারের মেয়ে।
ললিতা রায় (রেখার কন্য়া) জানান, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন তাঁর মা। হাঁপানির রোগী ছিলেন রেখা দেবী। তিনি গত কয়েকদিন ধরেই সর্দিকাশি হয়েছিল, শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন, বাড়িতেই ছ𒐪িলেন বলে জানান ললিতা রায়। শেষ বয়সে হাতিবাগানꦯে নিজের বাড়িতেই থাকতেন রেখা চট্টোপাধ্যায়।
সত্যজিৎ রায় পরিচালিত অন্যতম জনপ্রিয় ছবি ‘সোনার কেল্লা’। এই ছবির একদম শুরুর দিকে তোপসের মায়ের 💧চরিত্রে দেখা মিলেছিল পরিচালকের বেয়ানের। তপেস রঞ্জন মিত্র ওরফে তপসের চরিত্রে ছবিতে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, ফেলুদা হিসাবে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় আর জটায়ুর ভূমিকায় সন্তোষ দত্ত। ফেলুদা, জটায়ুরা বিদায় নিয়েছেন আগেই, এবার না-ফেরার দেশে চলে গেলেন তোপসের মা। ছোট চরিত্রেই নজর কেড়েছিলেন রেখা চট্টোপাধ্যায়। তবে সত্যজিতের ছবির উপেক্ষিত নারী হিসাবেই রয়ে গিয়েছেন তিনি। ‘সোনার কেল্লা’ ছবিতে নিছক সত্যজিতের ইচ্ছে মেনে অভিনয়, পরবর্তীতে আর লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে দেখা মেলেনি তাঁর।
রেখা চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর চাউর হওয়ার পর থেকেই শোকপ্রকাশ করেছেন অনেক। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল সন্দীপ রায় পরিচালিত ‘হত্যাপুরী’। দꩵর্শকমহলে প্রশংসিত হয়েছে এই ছবি, যার হাত ধরে বাঙালি পেয়েছে নতুন ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্তকে। তবে এর মাঝেই রায় পরিবারে আচমকা নেমে এল শোকের ছায়া।
আরꩲও পড়ুন-‘এই ফ্রেমটা দেখে বাঙালি হিসাবে গর্বিত', সেঁজুতি,বিদিপ্তাদের গানে মুগ্ধ শ্রেয়া
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aupꩵ)