একাধিক মিউজিক রিয়েলিটি শো-র বিচারক ছিলেন সোনু নিগম। তবে হঠাৎই সেসব ছেড়ে দেন তিনি। এখন টেলিভিশনের পরদায় রিয়েলিটি শো-র সংখ্যা বাড়লেও তাঁকে আর সেভাবে দেখতে পাওয়༒া যায় না। সোনু নিজেই জানিয়েছেন তাঁর ওয়েব সিরেজে অভিনয় ছাড়ার পিছেনে মূল কারণ ছিল, বিচারকদের যে ফরম্যাট মেনে কাজ করতে বলা হচ্ছিল তা করা তঁর পক্ষে সম্ভব হয় উঠছিল না। একজন প্রতিযোগীর অতিরিক্ত প্রশংসা করাও তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না!
বর্তমানে বাংলায় একটি রিয়েলিটি শো-র বিচারক তিনি। ‘সুপার সিঙ্গার সিজন ৩’-তে তাঁর সাথে সেখানে আছে কুমার শানু ও কৌশিকী চক্রবর্তী। বুধবার এক ভার্চুয়াল সাক্ষাৎকারে সোনু জানান কেন তিনি হিন্দি রিয়েলিটি শো ছেড়ে এসে বাংলার বিচারকের আসনে বসল🙈েন।
‘ইন্ডিয়ান আইডল’, ‘সারেগামাপা’র মতো শো হোস্ট করেছেন তিনি। জানান 🎃হিন্দি রিয়েলিটি শোগুলো আজকাল বলে প্রতিযোগীদের গানের প্রশংসা করতে হবে, যদি তাঁরা খারাপ গান গায় তাহলেও। টাইমস অফ ইন্ডিয়া অনুসারে, ‘আমি বাংলায় সুপার সিঙ্গার সিজন ৩-র অফার পাওয়ার সাথে সাথে হ্যাঁ করে দিয়েছিলাম, বেশ কিছু হিওন্দি শো ছেড়ে। কারণ আমাদের এদের উপরে অনেক প্রত্যাশা ছিল। আমি সেই পুরনো কথা বলে বলে, গান খারাপ হলেও প্রশংসা করে করে ক্লান্ত। এখন আর শুধুমাত্র টাকার জন্য কাজ করা পোষায় না। তাই আজকাল হিন্দি রিয়েলিটি শোগুলোকে হ্যাঁ-ও বলি না।’
সোনুর কথায়, ‘আমাকে হিন্দি মি♎উ🍷জিক রিয়েলিটি শো-র ঠাকুরদা বলা যেতে পারে। ২২ বছর আগে যখন একটা শো হোস্ট করেছিলাম, তখন এই কনসেপ্ট নতুন। তারপরে এত বছরে একাধিক শো-র অংশ হয়েছি। কিন্তু এখন নতুন কোনও অফার এলে না করে দেই।’
গত বছরও কিশোর কুম൩ারের ছেলে অমিত কুমার বিস্ফোরক অভিযোগ তোলেন ‘ইন্ডিয়ান আইডল’র নামে। বলেন, শুধুমাত্র টাকার জন্য তিনি সেখানে প্রতিযোগীদের প্র🌳শংসা করেছেন। কিছু কিছু গান এত খারাপ ছিল যে, তাঁর শো ছেড়ে বেরিয়ে যেতে ইচ্ছে করছিল।