বাংলা সারেগামাপা-য় বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন ক♛ুমার শানু। আর তিনি সেখানে শুধু প্রতিযোগীদের গান শুনলেনই না, নিজেও গেয়ে শোনালেন। এপিসোডের এক ঝলক শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা শুনে এর মধ্যেই সুরের মায়াজালে ভেসেছে দর্শক।
সারেগামাপার মঞ্চে এই বিশেষ পর্বের নাম ‘অনুরোধের আসর’। আর এইখানেই বিশেষ অতিথি বিচারক হয়ে এসেছিলেন কমেডি কিং কুমার শানু। মহাগুরুর পণ্ডিত অজয় চক্রবর্তী প্রথমে গাইলেন ‘মেরে দিল ভি কিতনা পাগল হ্যায়’। এরপর শ্রীকান্ত আচার্য শুনতে চান ‘নজর কে সামনে’। ছাড়লেন না শো-র সঞ্চালনার দায়িত্বে থাকা আবীরও। শানুতে গাইতে হল ‘অব তেরে বিন’। এরপর অনুরোধের আসলে নিজের দাবি রাখলেন ইমন। শুনতে চাইলেন বাজিগর ও বাজিগর। আরও পড়ুন: অর্জুনের সঙ্গে প্রেম, তাও ইনস্টায় 🅰একমাত্র এই তারকাক✤েই অনুসরণ করেন মালাইকা
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রোমো। সকলে ভরে ভরে প্রশংসা করে শানুর। এই মানুষটার সুরেলা গলার ভক্ত কম নয়। শানুর গাওয়া হাজার হাজার গান প্লে লিস্টে নিয়ে ঘোরেন গানপ্রেমীরা। হিন্দি তো বটেই, এছাড়াও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন তিনি। ১৯৮৭ সালে প্রথমবার বলিউডে কাজ শুরু করেছিলেন। তবে তারও আগে ১৯৮৫ সালে তিনি প্রথম প্লে-ব্যাক করেছিলেন বাংলাদেশে। আরও পড়ুন: ‘রেখা অমিতাভের মা’, টাইগ💦ার এ কী বলে বসল… শুনেই জিভ কাটল করণ!
চলতি বছরে সারেগামাপা-তে মহাগুরুর আসনে বসেছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। বিচারক হিসে🦹বে দেখা মিলছে রিচা শর্মা, শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্রদের। আর মেন্টরের দায়িত্বে ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় রয়েছেন আগের সিজনের মতোই। তবে এবার তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন জোজো। ইতিমধ্যেই অতিথি বিচারক হিসেবে এসেছেন অমিত কুমার, কবিতা কৃষ্ণমূর্তির মতো তারকারা।