পরনে সাবেকি মারাঠি শাড়ি, চুলের স্টাইল থেকে গয়না সবেতেই মরাঠি ছোঁয়া। কলকাতার মেয়ে রুনাকে চেনা দায়! শুধু সাজে নয়, মহারাষ্ট্রের জনপ্রিয় লোকগান ও নৃত্য এবার ফুটে উঠবে সারেগামাপা-র মঞ্চে। সেই ঝলক সামনে আনল চ্যানেল কর্তৃপক্ষ। ღআরও পড়ুন-'একটা মেয়ে গণসঙ্গীত গায়, এটা তার লেবেল নয়', আরাত্রিকার গানে চোখ জল রথীজিৎ-এর, কটাক্ষের জবাব খুদে কমরেডের
🎐 সারেগামাপা-র মূল পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রতিযোগিদের উপর ঝুলছে এলিমিনেশন খাড়া। সপ্তাহ শেষে কম নম্বর পেলেই পত্রপাঠ বিদায়। তাই প্রত্যেকবার মাইক হাতে সেরাটা দেওয়ার তাগিদ। চলতি সপ্তাহের শেষে সারেগামাপার-র মঞ্চে হাজির হবেন টলিউডের ‘বাবলি’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
🦹 শুভশ্রীর সঙ্গে রুনার যুগলবন্দি জমে ক্ষীর! রুনা হুসেন এদিন সবার সামনে পেশ করবেন জাতীয় পুরস্কার জয়ী মরাঠি ছবি নটরঙ্গ-এর ‘অপ্সরা আলি’ গানটি। সুরকার জুটি অজয়-অতুলের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন এই গান। সেই গান গেয়ে এবার সবার প্রশংসা কুড়োবেন রুনা।
🐻 রুনার গান শুনে কৌশিকিকে বলতে শোনা গেল, ‘বাবু তুই খুব ভালো গেয়েছিস’। অন্যদিকে রুনার গানের তালে পা মেলাতে দেখা গেল শুভশ্রী। যদিও আক্ষরিক অর্থে লাবণী-র স্টেপ করেছেন শুভশ্রী, তেমনটা অন্তত কয়েক সেকেন্ডের ঝলকে স্পষ্ট নয়।
𓂃 এদিন সোনালি রঙা স্লিভলেস ব্লাউজ আর অফ হোয়াইট শিফন শাড়িতে সেক্সি লুকে ধরা দিলেন শুভশ্রী। চুলে গোঁজা সাদা গোলাপ। জি বাংলা পরিবারের সদস্যা শুভশ্রী। ডান্স বাংলা ডান্সের বিচারক হিসাবে দর্শক দেখে তাঁকে, এই বছরও চ্যানেলের মহালয়ার মুখ তিনি।
﷽'ইউভানের যেন মনে না হয় বোন আসার পর ওকে অবহেলা করছি', কেরিয়ার নয়, মাতৃত্বকেই বাছলেন শুভশ্রী
🍎 উল্টোদিকে বাবলি-র নায়ক আবির সারেগামাপা-র হোস্ট। তাই এই ফ্যামিলি রিইউনিয়ন তো হওয়ারই ছিল। আগামী ১৫ই অগস্ট বক্স অফিসে মুক্তি পেতে চলেছে বাবলি। যা পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ চক্রবর্তী। পরিণীতা, হাবজি-গাবজি,ধর্মযুদ্ধের পর আবারও রাজের ছবির নায়িকা শুভশ্রী। ওদিকে বোঝে না বোঝে না-র পর কেটেছে এক দশক। বাবলি হতে চলেছে রাজ-আবিরের রিইউনিয়ন। এই ছবির হাত ধরেই দর্শক প্রথমবার পর্দায় দেখবে আবির-শুভশ্রী জুটি। বুদ্ধদেব গুহ-র একই নামের উপন্যাস নিয়েই এই প্রেমের ছবি তৈরি করেছেন রাজ। ছবিতে থাকছেন সৌরসেনী মৈত্র।
༒ তিন মাসের মেয়ে ইয়ালিনি ও তিন বছরের ছেলেকে সামলে বাবলির শ্যুটিং করেছেন শুভশ্রী। নিঃসন্দেহে সহজ ছিল না রাজ ঘরণীর জন্য। তবে এখন কেরিয়ার নয়, মাতৃত্বই শুভশ্রীর জীবনের মূল প্রায়োরিটি স্পষ্ট জানিয়েছেন নায়িকা।