প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সমীর মুখোপাধ্য🗹ায়। শুক্রবার সকালে নিজের বাড়িতেই মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতার। জানা যাচ্ছে বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। তাঁকে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। তবে দু'দিন আগেই বাড়িতে আনা হয়। শুক্রবার সকাল থেকে ফের বমি করা শুরু করেন সমীর বাবু। আর শেষরক্ষা হল না। সমীর মুখোপাধ্যায়ের বয়স ৮০ পার হয়ে গিয়েছিল বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত, সত্যজিৎ রায়ের হীরক ‘রাজার দেশে’ সহ তাঁর বহু ছবিতেও কাজ করেছেন বর্ষীয়ান অভিনেতা সমীর মুখোপাধ্যায়। তবে বহুদিন হল অন্তরালেই থাকতেন তিনি।
স♉মীর মুখোপাধ্যায়ের ভাই বিমান মুখোপাধ্যায় বলেন, ‘বহুদিন ধরেই ওঁর শরীরটা ভালো যাচ্ছিল না। বয়সও তো হয়েছিল অনেক। আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম। দু'দিন আগেই বাড়িতে নিয়ে আসি। আর আজ দাদা চলে গেলেন। সকাল থেকেই বমি করছিলেন।’ সমীর মুখোপাধ্যায়ের মৃত্যুতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন থিয়েটার অভিনেতা দেবনাথ চট্টোপাধ্যায়। লেখেন, ‘ভালো থাকবেন সমীরবাবু, ছোটবেলার আরও এক স্মৃতি হারিয়ে গেলেন। কেউ খোঁজ নিই না আমরা এই মানুষগুলোর। এই কি শিল্পীর জীবন।’
🀅আরও পড়ুন-সুহানা, ইব্রাহ▨িমদের পথে হাঁটছেন আমির পুত্র জুনেইদ, আসছে প্রথম ছবি 'মহারাজ'
আরও পড়ুন-৪ বছর ‘জওয়ান’এর কলাকুশলীরা মুম্বইয়ে আটকে, 𒊎অ্যাটলির বাচ্চাও এ🌊খানে হয়ে গেল: শাহরুখ