মঙ্গলবার দেশের বღিভিন্ন হাইকোর্টে দাখিল ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট বা বিষয়বস্তু নিয়ন্ত্রণ সংক্রান্ত পিটি🌄শনের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। তালিকায় রয়েছে আমাজন প্রাইম ভিডিয়ো, নেটফ্লিক্স সহ দেশের অনন্য ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্মের আবেদন। সমস্ত আবেদনগুলিকে কেন্দ্রীভূত করবার কেন্দ্রীয় সরকারের আবেদন মেনে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে ট্রানফার আবেদন জানিয়েছিলেন কেন্দ্র।
পঞ্🃏জাব,হরিয়ানা, মধ্যপ্রদেশ হাইকোর্ট এবং এলাহাবাদ হাইকোর্টে গত ফেব্রুয়ারি মাসে দায়ের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের তরফে আবেদন করা হয়েছিল কেন্দ্রের বিষয়বস্তু নিয়ন্ত্রণ সংক্রান্ত নোটিশ নিয়ে। এই সকল পিটি🃏শনগুলিকে একত্রিত করে ট্রান্সফারের আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্র, ইলেকট্রনিক্স এবং টেকনোলজি মন্ত্রক এবং আইন ও বিচার মন্ত্রক।
এই মুহূর্তে সরকারের তরফে মোট ৪০ টি ওটিটি প্ল্যাটফর্মকে চিহ্নিত করা হয়েছে যারা দেশে ভিডিয়ো কনটেন্ট স্ট্রিম কর🍌ে থাকে।