গত মার্চ মাসেই ভেঙে গিয়েছে অনন্যা-আদিত্যের সম্পর্ক। ব্রেকআপের মাঝেই নাকি নতুন বসন্ত এসেছে অনন্যার জীবন। চর্চা প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোকে নাকি মন ไদিয়েছেন অনন্যা। প্রেম নিয়ে চর্চার মাঝেই তুঙ্গে নায়িকার কেরিয়ারও।
প্রাইম ভিডিয়ো পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে যে, ‘কল মি বে’-এর দ্বিতীয় সিজন নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। সিরিজের নাম ভূমিকায় রয়েছেন অনন্যা পান্ডে। কমেডি সিরিজটি প্রথম স🎉িজন ৬ সেপ্টেম্বর থেকে প্রিমিয়ার হওꦺয়া শুরুর কয়েকদিন পরই দ্বিতীয় সিজেনের ঘোষণা করা হয়। সিরিজে অনন্যাকে একজন বিলিয়নিয়ার ফ্যাশনিস্তা 'বে' ওরফে ‘বেলা চৌধুরী’-এর ভূমিকায় দেখা গিয়েছে।
প্রাইম ভিডিয়ো ইন্ডিয়া তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি পোস্ট༒ শেয়ার করে দ্বিতীয় সিজেন আসার কথা জানিয়েছে। পোস্টটিতে লেখা ছিল, ‘আমাদের দিনটি বে-টার হতে পারেনি। তাই বেলা আবার নতুন সিজন নিয়ে আমাদের মুগ্ধ করতে আসছে।’
আরও পড়ুন: ‘আমি কি মুটিয়ে যাচ্ছি?’ বরকে সটান প্রশ্ন ক্য♋🔯াটরিনার, কী জবাব দেন ভিকি
করণ জোহജর বলেন, ‘কল মি বে’-এর দ্বিতীয় সিজনের ঘোষণা করতে পেরে তিনি ‘আনন্দিত♒’।
প্রযোজক একটি বিবৃতিতে বলেছেন, ‘প্রথম সিজনটি ছিল আমাদের গেম-চেঞ্জার, আমরা সারা বিশ্ব জুড়ে দর্শকদের কাছ থেকে যে ভালবাসা এবং প্রশংসা পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ। এই সিরিজের একটি অংশ হওয়া পরম সৌভাগ্যের বিষয়, সিরিজটি স্ক্রিপ্ট থেকে পর্দায় পৌঁছে যাওয়ায় আমি সত্যি খুব আনন্দিত। অনন্যা, ঈশিতা এবং বাকি কাস্টরা যে ভালবাসা পেয়েছেন তা সত্যি আনন্দের বিষয়। আমি নিশ্চিত যে দ্বিতীয় সিজনটি আগের সিজনের থেকেও আরও বে🤪শি ভালো হবে, দর্শকরা আরও পছন্দ করবেন।’
আরও পড়ুন: হিসাব রাখেন শর্মিলা, ৮০০ কোটির পতৌদি প্যালেসের খরচ কমাতে 💙কী করেন সইফ? ফাঁস করলেন সোহা
প্রাইম ভিডিয়ো অনুসারে, ‘কল মি বে’ সিরিজটি স্ট্রীমিং হওয়ার পর থেকে ভারতের সর্বোচ্চ দেখা সিরিজের সেরা ১০-এর তালিকায় ১ নম্বরে রয়েছে৷ এটি ম🧸ার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সহ ৫০ টিরও বেশি দেশে সর্বোচ্চ দেখা সিরিজগুলির মধ্যে সেরা ১০-এ জায়গা করে নিয়েছে।
'কল মি বে' সম্পর্কে
অনন্যার কমেডি সিরিজ, 'কল মি বে' প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছে। ট্রেলারে দেখা গিয়েছে নয়া দিল্লির মেয়ে 'বে'। এই চরিত্রে দেখা গিয়েছে অনন্যাকে। সেখানে দেখানো হয়েছে ‘বে’ বিলাসবহুল জীবনযাপন করে। কিন্তু কিছু কারণে তাঁর সেই জগতটি হঠাৎ ভেঙে পড়ে, তার পরিবারের তাকে অস্বীকার করে। তারপর মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় 'বে'কে দেখা যায়। সেখান থেকেই শুরু হয় তার নতুন জীবন। আসতে থাকে নতুন নতুন চ্যালেঞ্জ। করণ জোহর, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র সিরিজটির প্রযোজক। ধর্মা প্রোডাকশন সিরিজটি প্রযোজনা করেছেন। এটি পরিচালনা করেছেন কলিন ডি'কুনহা এবং নির্মা💎ণ করেছেন ঈশিতা মৈত্র।