🉐একজন ৯০ দশক, ২০০০ এর শুরুর দিকের সময়টা দাপিয়ে বেড়িয়েছেন। এখনও ফিকে হয়নি তাঁর জনপ্রিয়তা। আরেকজন ২০১১ সাল থেকে যে পথচলা শুরু করেছেন দিন দিন বেড়েই চলেছে তাঁর গুণমুগ্ধের সংখ্যা। জনপ্রিয়তা। কাদের কথা বলছি শান এবং অরিজিৎ সিং। শান হামেশাই অরিজিতের প্রশংসা করেছেন। কিন্তু এদিন ক♋ী বললেন তাঁর গান গাওয়ার ধরণ নিয়ে?
অরিজিৎ সিংকে নিয়ে কী বললেন শান?
শান সম্প্রতি অতিথি হয়ে এসেছিলেন দ্য রণবীর শোতে। সেখানেই রণবীর আল্লাহবাডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অরিজিৎ সিংয়ের গান গাওয়ার ধরন প্রসঙ্গে কথা বলতে গিয়ে🦹 জানান, 'সবার আলাদা আলাদা অ্যাপ্রোচ হয়। এবার হতে পারে অরিজিৎ সিং যেভাবে একটা প্রেমের গান গাইবে আমি সেভাবে নাও গাইতে পারি। বা আমার মনে হতে পারে এভাবে অ্যাপ্রোচ করা উচিত নয়, বা ঠিক নয়। কিন্তু ওর গানের মধ্যে একটা সততা থাকে। ওর যেটা মনে করে, বিশ্বাস করে ও গানটা সেভাবেই গায়। আমার ম🔯াঝে মাঝে মনে হয় এত গদগদ হওয়ার কী আছে।'
এরপর তিনি এয়ারলিফট ছবি থেকে সোচ না সকে গানটির উদাহরণ দিয়ে বলেন 'আমার এটা শুনে মনে হয়েছিল এতটা🐭 আত্মসমর্পণ কেন রে বাবা। পুরুষের মতো গাও।' বলে নিজে গেয়ে শোনান তিনি কীভাবে গাইতেন গানটি।
এরপর তিনি বলেন, 'ওর গানের মধ্যে সমর্পণ করার ব্যাপারটা আছে। নিজেকে বিলীন করে দিয়ে গানটা গায়। আর সেটা কাজ করে গিয়েছে। শ্রোতারা ওর গানে সেই সততাটা পায়। পছন্দ করে। হয়তো ও যেভাবে এক্সপ্রেস করছে সেটা ঠিক নয়, পারফেক্ট নয়। কিন্তু অনুভূতিগুলো খুব সৎ থাকে। গলা ক্র্যাক করে ওর কখনও, ক্ল্যারিটি থাকে না কখ🌊নও, কিন্তু সততাটা থাকে।'
আরও পড়ুন: মুক্তির ৩০ বছর পর ফের বড় পর্দায়𒈔 আসছে করণ অর্জুন! কবে রি-রিলিজ করছে শাহরুখ-সলমনের ছবি?
শান এদিন একই সঙ্গে জানান তাঁরা যখন কেরিয়ারের শুরুর দিকে পারফর্ম করতেন স্টেজে তখন তাঁদেꦬর কম্পোজার কেমন ভাবে চাইছেন, কোন ভাবনায় গানটি গাওয়াতে চান সেটা ভেবে গাই🙈তে হতো। এখন এসবের ব্যাপার নেই।